
বিপিএলের পেমেন্ট ইস্যুতে মুখ খুললেন ডেভিড মালান
খেলা ডেস্ক
২৭ জানুয়ারি ২০২৫, ২৩:৪৮
পুরনো সংস্কৃতিতে পরিবর্তন আনতে পারলো না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান পর্ষদ। উল্টো ক্রিকেটারদের টাকা বকেয়া রাখার পুরনো রোগ বর্তমান বোর্ডকে বেশি ভুগিয়েছে। পারিশ্রমিক জটিলতায় গতকাল মাঠেই আসেননি দুর্বার রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা। টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবার কোনো বিদেশি ক্রিকেটার ছাড়াই খেলতে হয়েছে একটি দলকে।
চট্টগ্রাম পর্ব থেকে পারিশ্রমিক ইস্যু নিয়ে আলোচনা শুরু হয়। টাকা না পাওয়ায় অনুশীলন বয়কট করেছিল রাজশাহীর ক্রিকেটাররা। পারিশ্রমিক সমস্যায় বিসিবিতে অভিযোগ জানিয়েছেন দলটির শ্রীলঙ্কান ক্রিকেটার লাহিরু সামারাকুন। এছাড়া চিটাগং কিংসের পারভেজ হোসেনকে টাকা না দেওয়ার কথা সংবাদমাধ্যমে স্বীকার করেছেন দলটির কর্ণধার সামির কাদের চৌধুরি।
এবার পারিশ্রমিক ইস্যুতে কথা বললেন ফরচুন বরিশালের ক্রিকেটার ডেভিড মালান। সোমবার ম্যাচ শেষে নিজেদের দল নিয়ে স্বস্তি প্রকাশ করেন মালান, ‘আমি নিজের দল নিয়ে শুধু মন্তব্য করতে পারি। আমাদের দল দারুণ। যেখানেই খেলেন না কেন, মৌলিক বিষয়গুলো ঠিকঠাক দেখতে চান সবাই। আমাদের কাজ হচ্ছে খেলা এবং অন্য কারও কাজ আমাদের পারিশ্রমিক দেওয়া। এজন্যই এসব লিগ খেলি আমরা।’
পারিশ্রমিক সমস্যার প্রসঙ্গ এলে সহজ সমাধানের কথা বলেন ৩৭ বছর বয়সী ব্যাটসম্যান, ‘এটা নিয়ন্ত্রণ করা খুব সহজ। আপনার যদি টাকা থাকে, তাহলে দল নেবেন। টাকা না থাকলে দল নেবেন না। সহজ ব্যাপার। এমনই হওয়া উচিত। এখন পর্যন্ত আমাদের দলের কোনো সমস্যা নেই। আশা করি সামনেও হবে না। তবে হ্যাঁ, এটি এমন ব্যাপার যা চাইলেই খুব সহজে ঠিক করা যায়।’
এমআই