Advertisement
Us Bangla Airlines
রাজশাহীর দুই ক্রিকেটারের রান খরায় দুশ্চিন্তায় বরিশাল!

রাজশাহীর দুই ক্রিকেটারের রান খরায় দুশ্চিন্তায় বরিশাল!

খেলা ডেস্ক

২৪ জানুয়ারি ২০২৫, ২৩:৪৮

বিপিএলে গেল আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ফরচুন বরিশাল। চলতি আসরেও শিরোপা ধরে রাখার লক্ষ্যে তারকা ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে দক্ষিণাঞ্চলের দলটি। ড্রাফট থেকে ‘এ প্লাস’ ক্যাটাগরির তিন ক্রিকেটারকে একাই দলে টেনেছিল তামিম ইকবালের টিম। রিয়াদ, শান্ত, রিশাদ ছাড়াও দলটিতে আছেন তামিম-মুশফিকসহ জাতীয় দলের একাধিক ক্রিকেটার।

ফরচুন বরিশালকে অনেকে মজা করে ‘মিনি ন্যাশনাল টিম’ বলে থাকেন। শুধু দেশি ক্রিকেটার নয়, বিদেশি ক্রিকেটারদের বড় নাম এনে চমক দিয়েছে ফরচুন বরিশাল। চলতি আসরে দলটির হয়ে ইতোমধ্যে শাহিন শাহ আফ্রিদি, কাইল মায়ার্সরা খেলে গেছেন। শুরু ম্যাচগুলোতে ডাগ আউটে বসে ছিলেন ডেভিড মালানের মতো নামি ক্রিকেটার। 

বরিশালে চমক আছে আরও। প্লে-অফের দিকে দলটিতে যোগ দিবেন প্রোটিয়া তারকা ডেভিড মিলার। এছাড়া শিরোপা জয়ের লক্ষ্যে শেষ দিক নতুন চমক আনতে পারে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এত আয়োজনের ভিড়ে দলটিতে এখনো শঙ্কার জায়গা ব্যাটিং দুর্বলতা। এদের মধ্যে দেশি ব্যাটারদের ব্যর্থতার মিছিল সবচেয়ে বেশি। 

চলতি আসরে বরিশালে ডিরেক্ট সাইনিং থেকে যুক্ত হয়েছিলেন জাতীয় দলের উঠতি তারকা তাওহিদ হৃদয়। ইতোমধ্যে দলটির হয়ে ৮ ম্যাচ খেলেছেন তিনি। তাতে ৭ ইনিংসে ২২ গড়ে করেছেন ১৫৭ রান, স্ট্রাইক রেট ১২৮। যতটা প্রত্যাশা নিয়ে বরিশালে এসেছেন হৃদয়, তার ছিটেফোঁটাও পূরণ করতে পারছেন না এই ডানহাতি ব্যাটার।

হৃদয়ের মতো একই হাল তার এলাকার বড় ভাই মুশফিকুর রহিমের। রাজশাহী বিভাগের হয়ে ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলা এই দুই ব্যাটার বরিশালের শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছেন। গত আসরে বরিশালের জার্সিতে দারুণ কিছু ইনিংস উপহার দিয়েছিলেন মুশফিকুর রহিম। ফলে এবারও রিটেইন করেছে দক্ষিণাঞ্চলের দলটি। কিন্তু ব্যাট হাতে এখনো ‘ফরচুন’ এর দেখা পাননি এই উইকেটরক্ষক ব্যাটার

বরিশালের হয়ে চলতি আসরে ৫ ইনিংস ব্যাট করা মুশফিক ১৯ গড়ে করেছেন মাত্র ৭৮ রান। আসরের অর্ধেক সময় পার হলেও পাননি ফিফটির দেখা। মাত্র এক ম্যাচে ত্রিশের ঘরে পার করেছিলেন বিপিএল ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। চলতি বিপিএলে রাজশাহীর অবস্থা বেশ বিতর্কিত এবং নাজুক। তবে বরিশালের হয়ে খেলা রাজশাহীর দুই সন্তানের পারফরম্যান্স কোন অংশে কম বিতর্কিত নয়।

গ্রুপ পর্বে আরও চারটি ম্যাচ খেলবে ফরচুন বরিশাল। বিশেষ পরিবর্তন না আসলে প্লে-অফেও পা রাখবে তামিম ইকবালের দল। বাকি থাকা ম্যাচগুলোতে যদি মুশফিক-হৃদয় জ্বলে ওঠতে পারেন, তবে শিরোপা জয়ের দৌড়ে আরও একবার এগিয়ে যাবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

এমআই