
সাকিবকে টপকে তামিমের শীর্ষস্থান দখল!
খেলা ডেস্ক
১৬ জানুয়ারি ২০২৫, ২১:৫৮
বিপিএলের চট্টগ্রাম পর্বে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে সহজ জয় পেয়েছে গত আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। তানজিদদের দেওয়া ১৪০ রানের লক্ষ্য মাত্র ১৬ ওভারেই পাড়ি দিয়েছে তামিম ইকবালের দল। বরিশালের এমন জয়ে ব্যাট হাতে অবশ্য দারুণ অবদান রেখেছেন তামিম ইকবাল খান। চট্টগ্রামের মাটিতে ৪৮ বলে ৬১ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেন চট্টলার সন্তান।
চলতি বিপিএলে এটা তামিমের দ্বিতীয় ফিফটি। বরিশালের জার্সিতে পেয়েছেন ৭ম অর্ধশতকের দেখা। ঢাকার বিপক্ষে পাওয়া পঞ্চাশোর্ধ ইনিংসে নতুন মাইলফলক অর্জন করেছেন তামিম ইকবাল। বরিশালের জার্সিতে এখন সবচেয়ে বেশি ফিফটির মালিক এ বাঁহাতি ওপেনার। নতুন কীর্তি গড়তে জাতীয় দলের সাবেক সতীর্থ সাকিব আল হাসানকে টপকেছেন তামিম। ফরচুনদের হয়ে সাকিবের ফিফটির সংখ্যা ৬টি।
বিপিএলের ২০২২, ২০২৩ আসরে বরিশালের হয়ে খেলেছেন সাকিব আল হাসান। ২২ ইনিংস ব্যাট করে ৬৫৯ রান করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। ৩৪.৬৮ গড়ে করা এসব রানের মধ্যে ৬ বার পঞ্চাশোর্ধ ইনিংস খেলেছেন সাকিব। তাতে ৬০টি বাউন্ডারির সাথে হাঁকিয়েছেন ৩৭টি ছক্কা। যেখানে টাইগার পোস্টার বয়ের স্ট্রাইকরেট ছিল ১৫৯.৯৫।
ফিফটির সংখ্যায় সাকিব থেকে এগিয়ে গেলেও স্ট্রাইকরেটে বেশ পিছিয়ে তামিম ইকবাল। বরিশালের জার্সিতে ৩০ ম্যাচ খেলে ফেলা তামিমের স্ট্রাইকরেট মাত্র ১২৬.২৭। বিপিএলে গত দুই আসরে দক্ষিণাঞ্চলের প্রতিনিধিত্ব করা এ ব্যাটার ৩৮.৪৪ গড়ে করেছেন ১০৩৮ রান। অবশ্য দলটির হয়ে প্রথম হাজার রানের ক্লাবে ঢুকেছেন এই ওপেনার।
ছক্কার তালিকায় সাকিব থেকে পিছিয়ে থাকলেও বাউন্ডারিতে বেশ এগিয়ে তামিম ইকবাল। ফরচুন বরিশালে হয়ে এখন পর্যন্ত ১১৫টি চার হাঁকিয়েছেন এ বাঁহাতি ব্যাটার।
পঞ্চাশোর্ধ ইনিংস খেলার তালিকায় তামিম-সাকিবের পরেই আছেন পাকিস্তানের ইফতেখার আহমেদ। চলতি আসরে রংপুরের দলে খেলা এ ব্যাটার বরিশালের জার্সিতে হাঁকিয়েছেন ৪টি অর্ধশতক। এছাড়া তিনটি করে ফিফটি হাঁকিয়ে তালিকার পরবর্তী স্থানে অবস্থান করছেন কাইল মায়ার্স, মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ রিয়াদ।
এমআই