Advertisement
Us Bangla Airlines
অভিষেক ম্যাচেই যেসব রেকর্ড গড়লেন বরিশালের আলী

অভিষেক ম্যাচেই যেসব রেকর্ড গড়লেন বরিশালের আলী

খেলা ডেস্ক

০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫৬

বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে কখনোই খেলেননি পাকিস্তান জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ আলী। নিজ দেশের জার্সিতেই খেলেছেন হাতেগোনা ৪টি ম্যাচ। সেটাও আবার টেস্ট ক্রিকেটে। এর মধ্যে বাংলাদেশের সাথেই গত বছর দুটো টেস্ট খেলেছেন তিনি। বাকি দুটো ম্যাচ খেলেছেন ইংল্যান্ডের বিপক্ষে, ২০২২ সালে।

টেস্ট খেললেও এখনো ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ হয়নি মোহাম্মদ আলীর। পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) খেলেছেন মাত্র এক মৌসুম। পাশাপাশি ঘরোয়া ক্রিকেটে প্রথম শ্রেণি ও স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। কুড়ি ওভারের ক্রিকেটে এখন পর্যন্ত ৩১ ম্যাচ খেলেছেন এই ক্রিকেটার।

স্বীকৃত ৩১ টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে পিএসএলেই খেলেছেন ১২ ম্যাচ। সেটাও সবশেষ আসরে। পাকিস্তান সুপার লিগে মুলতান সুলতানের হয়ে গেল মৌসুমে ১২ ইনিংস বল করে ১৯ উইকেট তুলেছেন এই ফাস্ট বোলার। প্রতি উইকেট তুলতে খরচ করেছেন ১৩ বল। এমনকি পেস বোলারদের হয়ে আসরের সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন তিনি।

পিএসএলে মোহাম্মদ আলীর দারুণ বোলিং দেখে মুগ্ধ হয়েছিলেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। ফলে বিপিএল শুরুর ৬ মাস আগেই এই খেলোয়াড়কে নিজের দলে ভিড়িয়েছেন তিনি। মোহাম্মদ আলী টি-টোয়েন্টি ক্রিকেটে কতটা দুর্দান্ত তার একটা পরিসংখ্যান দেখে নেওয়া যাক।

বিশ ওভারের ক্রিকেটে সবশেষ ১০ ইনিংসে প্রতিপক্ষের ২৭ উইকেট তুলেছেন এই ডানহাতি ফাস্ট বোলার। যেখানে ৩ বার চার উইকেট এবং একবার ৫ উইকেট পেয়েছেন আলী। একমাত্র ফাইফারের দেখা পেয়েছেন বিপিএলের অভিষেক ম্যাচে। তাতে বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে নিজের প্রথম ম্যাচে এসেই একাধিক রেকর্ড গড়েছেন এই বোলার।

Dutch-Bangla Bank BPL T20 2025

এক ওভারে ৪ উইকেট

বরিশালের জার্সিতে ইনিংসের ১৯তম ওভার করতে এসেছিলেন অভিষিক্ত মোহাম্মদ আলী। ওভারের প্রথম বলে খালেদ আহমেদকে বোল্ড করেন তিনি। তৃতীয় বলে ৭৯ রান করা শামীম হোসেনকে ইবাদতের ক্যাচ বানান এ বোলার। পঞ্চম বলে দারুণ এক ফিরতি ক্যাচ নিয়ে আরাফাত সানিকে ফেরানোর পরের বলেই আলিস আল ইসলামকে বোল্ড করে ওভারে চতুর্থ উইকেট তুলেন আলী। তাতে বিপিএলের ইতিহাসে প্রথম বোলার হিসেবে এক ওভারে ৪ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন এই বোলার।

অভিষেকেই ফাইফার

বিপিএলে অভিষেক ম্যাচে ফাইফার পেয়েছিলেন কোন বোলার? উত্তরটা খুঁজতে কিছুটা বেগ পাওয়ারই কথা। একমাত্র ফাইফার তোলা ব্যক্তিটি বোলার নন, বরং পুরোদস্তুর ব্যাটসম্যান। তিনি বাংলাদেশের আফিফ হোসেন। ২০১৬ সালে রাজশাহীর জার্সিতে ২১ রানে ৫ উইকেট তুলেন তিনি। অভিষেক ম্যাচে পরবর্তী ফাইফারের কীর্তি দেখতে অপেক্ষা করতে হয়েছে ৮ বছর। গতকাল চট্টগ্রামের বিপক্ষে সেই আক্ষেপে জল ঢেলেছেন মোহাম্মদ আলী।

ফাইনালের আগে বরিশালের ডেরায় নতুন বিদেশি তারকা

বরিশালের জার্সিতে ‘দ্বিতীয়’

বিপিএলে গত কয়েক আসর ধরেই নিয়মিত ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশাল। সবশেষ আসরে শিরোপাও জিতেছিল দলটি। তবে চলতি মৌসুম শুরুর আগে এ দলের বোলারদের ছিল না কোনো ফাইফার। তবে গ্রুপ পর্বে সেই আক্ষেপটাই মিটিয়েছেন বরিশালের বিদেশি অলরাউন্ডার ফাহিম আশরাফ। এবার তার সাথে ভাগ বসিয়েছেন মোহাম্মদ আলী। কোয়ালিফায়ার ম্যাচে পাওয়া আলীর ফাইফার বরিশালের জার্সিতে দ্বিতীয় অর্জন। তবে চলতি বিপিএলে এটা তৃতীয় ফাইফার, যেখানে বরিশালের দুইটি।

এমআই