Advertisement
Us Bangla Airlines
সাকিব-তামিমদের নিয়ে রূপগঞ্জের শক্তিশালী স্কোয়াড

সাকিব-তামিমদের নিয়ে রূপগঞ্জের শক্তিশালী স্কোয়াড

খেলা ডেস্ক

১১ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৫৩

টি-টোয়েন্টি টুর্নামেন্টের উন্মাদনা শেষ। বিপিএলে চ্যাম্পিয়ন হয়ে ট্রফি ঘরে তুলেছে ফরচুন বরিশাল। কুড়ি ওভারের টুর্নামেন্ট শেষে এবার আয়োজিত হতে যাচ্ছে ঘরোয়া লিগের সবচেয়ে জনপ্রিয় আসর। ওয়ানডে ফরম্যাট বিবেচনায় ঢাকা প্রিমিয়ার লিগকে (ডিপিএল) অবশ্য সেরা আসরও বলা চলে। জনপ্রিয়তার দিক থেকেও বিপিএলের পরে ডিপিএলের অবস্থান।

আগামী মাসের ৩ তারিখ থেকে মাঠে গড়াতে যাচ্ছে এবারের আসর। আসন্ন আসরকে সামনে রেখে দল গোছাতে ব্যস্ত ক্লাবগুলো। যে তালিকায় বেশ জোরেশোরে এগিয়ে চলেছে লিজেন্ডস অব রূপগঞ্জ। ইতোমধ্যে জাতীয় দলের বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে তারা। এছাড়া অভিজ্ঞ কিছু ক্রিকেটারদের সাথে কথা চালিয়ে যাচ্ছে ক্লাবটি।

রূপগঞ্জের হয়ে ইতোমধ্যে নাম লেখানো ক্রিকেটারদের মধ্যে আছেন তানজিদ হাসান তামিম, মাহমুদুল হাসান জয়, জাকের আলি অনিক, আকবর আলী, শেখ মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব এবং শরিফুল ইসলামরা। এ ছাড়া কথা চলছে সৌম্য সরকার এবং সাইফ হাসানের সঙ্গে। কোচ হিসেবে থাকছেন নাজমুল হোসেন সেটাও এক প্রকার নিশ্চিত। 

রূপগঞ্জের হয়ে খেলবেন যারা

তানজিদ হাসান তামিম, তৌফিক খান তুষার, মাহমুদুল হাসান জয়, জাকের আলি অনিক, আকবর আলী, শেখ মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, তানভীর ইসলাম, রেজাউর রহমান রাজা, টিপু সুলতান, সামিউল বসির রাতুল।

এমআই