Advertisement
Us Bangla Airlines
আইসিসির চোখে সেরা বোলিং: তাসকিনসহ আছেন যারা

আইসিসির চোখে সেরা বোলিং: তাসকিনসহ আছেন যারা

খেলা ডেস্ক

১৭ মার্চ ২০২৫, ২২:৪৩

চ্যাম্পিয়নস ট্রফির নবম আসরে অংশ নিয়েছিল বাংলাদেশ। কিন্তু বলার মতো কোনো পারফরম্যান্স দেখাতে পারেনি টাইগাররা। ভারত, নিউজিল্যান্ডের কাছে বাজেভাবে হেরে গ্রুপ পর্বেই ছিটকে পড়েছিল শান্তর দল। তবুও প্রতিপক্ষকে যতটা ভড়কে দিয়েছিলেন, তার সবটাই বোলারদের কল্যাণে। যেখানে নতুন বলে ভারত এবং কিউই ব্যাটারদের বড় পরীক্ষা নিয়েছিলেন ফাস্ট বোলার তাসকিন আহমেদ।

তাসকিনের বোলিংয়ে মুগ্ধ হয়েছিলেন ক্রিকেট বিশ্লেষকেরা। ধারাভাষ্য কক্ষ থেকে প্রশংসার মুগ্ধতায় যেন উড়েছিলেন এই বোলার। তাসকিনের এমন অবিশ্বাস্য বোলিংয়ে মুগ্ধ স্বয়ং বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসি। চ্যাম্পিয়নস ট্রফির সেরা বোলিংয়ের তালিকায় তাসকিনকে রেখেছে সংস্থাটি।

কিপটে বোলিংয়ে তাসকিনসহ সেরা পাঁচে আছেন যারা

নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে আজ চ্যাম্পিয়নস ট্রফির সেরা বোলিংগুলো নিয়ে একটি তালিকা প্রকাশ করেছে আইসিসি। এই তালিকায় সবার প্রথমেই রয়েছেন পাকিস্তানের আবরার আহমেদ। এই লেগস্পিনার অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড করেন ভারতীয় ওপেনার শুবমান গিলকে। উইকেট নেওয়ার পর পাকিস্তানি ক্রিকেটার চোখের ইশারায় যে ভারতীয় ক্রিকেটারকে ড্রেসিংরুমে যেতে বলেছেন, সেটা নিয়ে আলোচনা হয়েছে। 

এই তালিকায় দ্বিতীয় তাসকিন। রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের ওপেনার উইল ইয়াংকে ইনসুইংয়ে বোল্ড করার পর তাসকিনের গর্জন ছিল দেখার মতো। বাংলাদেশের এই পেসারের মতো উল্লাসে মেতেছিল পুরো দল।

ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে তাসকিন, বাকিদের অবস্থান কোথায়?

আইসিসির সেরা বোলিংয়ের তালিকায় তিনে নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। লাহোরে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার সেট ব্যাটার রাসি ফন ডার ডাসেনকে আর্ম ডেলিভারিতে বোল্ড করেন স্যান্টনার। চারে আছে ফাইনালে কুলদীপ যাদবের বোলিং। নিউজিল্যান্ডের ওপেনার রাচীন রবীন্দ্র যখন আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন, তখন অসাধারণ এক ডেলিভারিতে কিউই ওপেনারকে বোল্ড করেন কুলদীপ। 

শাহিন শাহ আফ্রিদির বলে রোহিত শর্মার বোল্ড হওয়ার ভিডিও আছে আইসিসির এই পেজে। আবরারেরই আরও একটা সেরা বোলিং আছে আইসিসির ভিডিওতে। করাচিতে ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান-নিউজিল্যান্ড উদ্বোধনী ম্যাচে ডেভন কনওয়েকে অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড করেন আবরার।

সুখবর পেলেন পিএসএলে দল না পাওয়া তাসকিন

নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনকে যেভাবে বোকা বানিয়ে নাসিম শাহ কট বিহাইন্ড করেছেন, সেটাও আইসিসির পেজে আছে। পাকিস্তানি উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানের উচ্ছ্বাস চোখে পড়েছে। আইসিসির এই ভিডিওতে ভারতের রবীন্দ্র জাদেজা, দক্ষিণ আফ্রিকার উইয়ান মুল্ডারের বোলিংয়েরও ভিডিও আছে। 

এমআই