
তিন ম্যাচের দুটোতেই হার, তবুও সেমি খেলার স্বপ্ন টাইগার কোচের
খেলা ডেস্ক
১৮ আগস্ট ২০২৫, ২১:০০
টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের শুরুটা মোটেও ভালো হয়নি। প্রথম তিন ম্যাচের মধ্যে দুটোতে হেরে ব্যাকফুটে বাংলাদেশ ‘এ’ দল। সেমিফাইনালে খেলতে হলে শেষ তিন ম্যাচের সবগুলোই জিততে হবে। দলের এমন কঠিন পরিস্থিতিতেও সেমিফাইনালে খেলার ব্যাপারে আশাবাদী কোচ মিজানুর রহমান বাবুল।
সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘ছেলেরা এখনও খুব ভালো মানসিকতার মধ্যে আছে। যেমন আজকে আমরা জিম করলাম, যারা খেলেনি তাদের নিয়ে আমরা প্র্যাকটিস করলাম। আমাদের এখনও সুযোগ আছে যে পরবর্তী তিনটা ম্যাচ আছে, ওইখানে যদি আমরা ভালো করতে পারি, এখনও আমাদের সেমিফাইনাল খেলার সুযোগ আছে।’
টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের উদ্বোধনী ম্যাচে পাকিস্তান শাহিনসের মুখোমুখি হয় বাংলাদেশ। ব্যাটারদের টানা ধসে সেই ম্যাচে ৭৯ রানে হেরে যায় টাইগাররা। নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষে ৩২ রানের জয়ে ঘুরে দাঁড়ায় নুরুল হাসান সোহানের দল। তবে তৃতীয় ম্যাচে পার্থ স্কচার্সের বিপক্ষে ৫ উইকেটে হেরে ব্যাকফুটে চলে যায় টাইগাররা।
পরাজয়ের আলাপ না করলেও অস্ট্রেলিয়ার উইকেট এবং কন্ডিশন নিয়ে কথা বলেছেন কোচ বাবুল। তিনি বলেন, ‘এখানে আমরা আসার পর যেমন কালকের উইকেটটা সাধারণত যেরকম উইকেট থাকে, কালকের উইকেটটা অন্যরকম উইকেট ছিল। জেতার পাশাপাশি যে শিক্ষণীয়—এই ছেলেগুলো একদিন ন্যাশনাল টিমে খেলবে।’
তিনি আরও বাবুল বলেন, ‘এখানে বিভিন্ন পরিবেশে খেলছে, বিভিন্ন উইকেটে খেলছে, বিভিন্ন আবহাওয়ার সাথে তাদের মিলাচ্ছে। এগুলো কিন্তু প্রাপ্তি। ভবিষ্যতে যদি আবার খেলতে আসে তখন তারা বুঝবে যে এই উইকেটটা এরকম আচরণ করে, আমাদের এরকম ভাবে খেলা উচিত। হয়তো এবার আমাদের মানিয়ে নেয়াটা একটু দেরিতে হয়েছে।’
এমআই