Advertisement
Us Bangla Airlines
শতবলের টুর্নামেন্টে বেকারের ‘কার্যকরী’ হ্যাটট্রিক

শতবলের টুর্নামেন্টে বেকারের ‘কার্যকরী’ হ্যাটট্রিক

খেলা ডেস্ক

১৮ আগস্ট ২০২৫, ১৯:৩০

ঘরোয়া লিগে চমক দেখিয়েই জাতীয় দলের স্কোয়াডে জায়গা পেয়েছেন সনি বেকার। দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ড জাতীয় দলে জায়গা পেলেও এখনো অভিষেক হয়নি তাঁর। তবে নির্বাচকরা কেন তার ওপর আস্থা রেখেছেন, ‘দ্য হান্ড্রেডে’ টুর্নামেন্টে হ্যাটট্রিক করে সেটাই যেন প্রমাণ করলেন এই তরুণ ক্রিকেটার।

ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে ‘দ্য হান্ড্রেডে’ গত রাতে মুখোমুখি হয়েছে ম্যানচেস্টার অরিজিনালস-নর্দার্ন সুপারচার্জার্স। এই টুর্নামেন্টে ম্যানচেস্টারের হয়ে খেলছেন সনি বেকার। সুপারচার্জার্সের বিপক্ষে বল হাতে অবশ্য শুরুটা ভালো হয়নি তার। তবে ইনিংসের ৫৭, ৮৬ ও ৮৭তম বলে তিনি ব্যাটারকে ফিরিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন বেকার।

সুপারচার্জার্সের ইনিংসের ৫৭তম বলে ডেভিড মালানকে বোল্ড করেন বেকার। এরপর ৮৬ ও ৮৭তম বলে টম লাওয়েস ও জ্যাকব ডাফিকে ফেরান তিনি। তাতে ১১৪ রানে অলআউট হয়ে যায় নর্দার্ন সুপারচার্জার্স। ‘দ্য হান্ড্রেড’-এর ইতিহাসে চতুর্থ বোলার হিসেবে হ্যাটট্রিক করেছেন সনি বেকার। 

২০২১ সালে প্রথম মৌসুমেই হ্যাটট্রিক করেছিলেন ইমরান তাহির। সেবার তিনি বার্মিংহাম ফোনিক্সের হয়ে ওয়েলশ ফায়ারের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন। ২০২৩ ও ২০২৪ সালে টাইমাল মিলস ও স্যাম কারান করেছিলেন হ্যাটট্রিক। গত রাতে চতুর্থ বোলার হিসেবে টুর্নামেন্টে হ্যাটট্রিক করে আন্তর্জাতিক ক্রিকেটে নামার আগে বিশেষ বার্তা দিয়ে রাখলেন বেকার।

ইংল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্টে স্পিডস্টার হিসেবে নাম রয়েছে সনি বেকারের। ঘণ্টাপ্রতি ১৪৫ কিলোমিটারের বেশি গতি বোলিং করেন তিনি। এবারের হান্ড্রেডে এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে নিয়েছেন ৭ উইকেট। স্বীকৃত টি-টোয়েন্টিতে ১৯ ম্যাচে ৮.৯২ ইকোনমিতে নিয়েছেন ২২ উইকেট। লিস্ট ‘এ’ ক্রিকেটে বেকারের উইকেট ১৯টি।

এমআই