
জুলিয়ান উডের ক্লাসে কী শিখলো বাংলাদেশ, জানালেন জাকের
খেলা ডেস্ক
১৮ আগস্ট ২০২৫, ১৬:৩৬
এশিয়া কাপের আগে প্রস্তুতিতে বেশ তোড়জোড় চালাচ্ছে বাংলাদেশের ক্রিকেটাররা। আন্তর্জাতিক সূচিতে ব্যস্ততা না থাকায় ঢাকায় ফিটনেস ও স্কিলস ক্যাম্প করছে লিটন-মিরাজরা। এর সঙ্গে যুক্ত পাওয়ার হিটিং অনুশীলন। বিখ্যাত কোচ জুলিয়ান উডের অধীনে জাতীয় দলের ক্রিকেটাররা শিখেছেন ছক্কা হাঁকানোর কৌশল।
এশিয়া কাপে যাওয়ার আগে পাওয়ার ব্যবহারের দক্ষতা কতটা শিখছে টাইগার ক্রিকেটাররা, সেটাই জানিয়েছেন জাকের আলী অনিক। আজ সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে এসব কথা জানান তিনি।
সংবাদ সম্মেলনে জাকের বলেন, ‘জুলিয়ান পাওয়ার হিটিংয়ের কিছু স্কিল নিয়ে কাজ করছে। কীভাবে স্কিলগুলো আরও শানিয়ে নেওয়া যায়। বিশেষ করে যারা টাইমার (বল টাইমিং করায় পারদর্শী) তাদের হিটিংয়ে আরও দুই-তিন মিটার ডিসট্যান্স দেওয়া যায়, সে চেষ্টা চলছে।’
উডের ক্লাসের পর কেমন পরিবর্তন এসেছে জানতে চাইলে জাকের বলেন, ‘পরিবর্তনগুলো আসলে ম্যাচ ছাড়া বোঝা যাবে না। মাত্র দুই-তিন দিন ক্লাস হয়েছে। আর মূলত স্কিল নিয়ে কাজ হয়েছে। এতো তাড়াতাড়ি মনে হয় না কমেন্ট করাটা ঠিক হবে আসলে।’
‘কী উন্নতি হলো, হলো না। আমার মনে হয় আরেকটু সময় লাগবে। কিন্তু আমাদের যে কাজগুলো দেওয়া হয়েছে ওগুলো আমরা করার চেষ্টা করছি। সুইং প্র্যাকটিস এবং ড্রিলগুলো অবশ্যই আমাদের কাজে আসবে’- যোগ করেন জাকের আলী।
চলতি মাসের শেষে সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলা শুরু করবে বাংলাদেশ। এরপর উড়াল দেবে আরব আমিরাতে। সেপ্টেম্বরে এশিয়ান শ্রেষ্ঠত্বের আসরে ‘বি’ গ্রুপে লড়বে বাংলাদেশ। ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবেন জাকেররা।
এমআই