
আইএল টি-টোয়েন্টিতে মোস্তাফিজের খেলা নিয়ে অনিশ্চয়তা!
খেলা ডেস্ক
১৩ আগস্ট ২০২৫, ১২:৩৮
ইন্টারন্যাশনাল লিগ (আইএল) টি-টোয়েন্টিতে ডাক পেয়েছেন মোস্তাফিজুর রহমান। টাইগার পেসারকে দলে ভিড়িয়েছে আইপিএলের দিল্লি ক্যাপিটালসের মালিকানাধীন দল দুবাই ক্যাপিটালস। গতকাল মঙ্গলবার সামাজিকমাধ্যমে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে দলটি। ইংলিশ পেসার লুক উডের বদলি হিসেবে মোস্তাফিজকে দলভুক্ত করা হয়েছে।
আইএল টি-টোয়েন্টিতে এবারই প্রথম ডাক পেয়েছেন মোস্তাফিজুর রহমান। সংযুক্ত আরব আমিরাতের এই টুর্নামেন্টে এর আগে কোনো বাংলাদেশি ক্রিকেটার খেলার সুযোগ পাননি। তাতে প্রথম বাংলাদেশি হিসেবেও এই টুর্নামেন্টে খেলতে যাচ্ছেন কাটার মাস্টার। যদিও মোস্তাফিজের এই লিগে খেলা হবে কি না তা নিয়ে রয়েছে ঘোর অনিশ্চয়তা!
সাধারণত, জানুয়ারি-ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয় আইএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট। তবে আমিরাতের এই লিগের চতুর্থ আসর এবার একটু আগেই মাঠে গড়াতে যাচ্ছে। আগামী ২ ডিসেম্বর থেকে এই টুর্নামেন্ট শুরু হবে। একই সময়ে মাঠে গড়াতে পারে বিপিএল। তাতে মোস্তাফিজের অনাপত্তিপত্র (এনওসি) পাওয়া নিয়ে সংশয় তৈরি রয়েছে।
বিপিএল রেখে হয়তো আইএলটি-টোয়েন্টিতে মোস্তাফিজকে খেলতে পাঠাবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের গেল মৌসুমে রিশাদের বেলায় একই ঘটনা দেখা গিয়েছিল। রিশাদকে দলে নিয়েছে বিগ ব্যাশের বর্তমান চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেন্স। গতবারও হোবার্ট দলে ভেড়ায় রিশাদকে। যদিও বিপিএলের কারণে কোনো ম্যাচই খেলা হয়নি তার।
এবারও বিপিএল যদি নির্ধারিত সময়ে মাঠে গড়ায়, তাহলে রিশাদের বিগ ব্যাশ ও মোস্তাফিজের আইএলটি-টোয়েন্টি খেলা নিয়ে সংশয় তৈরি হতে পারে। যদিও ইতোমধ্যে এনওসির জন্য বিসিবির কাছে আবেদন জানিয়েছেন মোস্তাফিজুর রহমান। দেখার পালা, ক্রিকেট বোর্ড শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেন। তবে মোস্তাফিজ শেষ পর্যন্ত এনওসি না পেলে অবাক হওয়ার কিছু থাকবে না।
তবে ভক্তদের জন্য খুশির খবর, চতুর্থবারের মতো দেশের বাইরের কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে যাচ্ছেন মোস্তাফিজ। এর আগে আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালস ও দিল্লির হয়ে খেলেছেন তিনি। এছড়া লঙ্কা প্রিমিয়ার লিগ, পাকিস্তান সুপার লিগ ও ভাইটালিটি ব্লাস্টে খেলেছেন টাইগার সুপারস্টার।
এমআই