
মুস্তাফিজকে দলে নেওয়ায় দিল্লির ম্যাচ বয়কটের হুমকি
খেলা ডেস্ক
১৬ মে ২০২৫, ১৯:৪৮
ভারত-পাকিস্তান সংঘাতের পর আইপিএলে খেলতে আসছেন না মিচেল স্টার্ক। দিল্লিতে খেলা এই বাঁহাতি পেসার না আসায় পিছিয়ে পড়ছে অক্ষর প্যাটেলের দল। প্লে-অফে খেলতে দিল্লির বাকি ৩ ম্যাচে সাফল্য পেতে হবে। এক্ষেত্রে বাঁহাতি পেসারের ঘাটতি পূরণে বাংলাদেশের মুস্তাফিজকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস।
আগামীকাল শনিবার থেকে শুরু হচ্ছে আইপিএলের বাকি অংশ। একদিন পরেই মাঠে নামবে মুস্তাফিজের দিল্লি। বিসিবি থেকে ইতোমধ্যে অনাপত্তিপত্র পেয়েছে মুস্তাফিজ। তাতে দিল্লির শুরুর ম্যাচে কাটার মাস্টারকে মাঠে দেখা যেতে পারে। তবে দিল্লি দলে বাংলাদেশি ক্রিকেটারকে নেওয়ায় বেজায় চটেছে ভারতীয়রা।
মুস্তাফিজকে দলে নেওয়ায় আইপিএলে দিল্লির ম্যাচ বয়কটের দাবি তুলেছেন সমর্থকেরা। কেউ কেউ দিল্লির মালিককেও ধুয়ে দিয়েছেন। ধর্মীয় ইস্যু নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। মুসলমান মুস্তাফিজকে কেন ভারতীয় আইপিএলে নেওয়া হয়েছে, তাতে ‘ভয়েস অব হিন্দু’ নামে একটি সংগঠন দিল্লির সমালোচনা করেছে।
বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারতের সঙ্গে বাহ্যিক সম্পর্কে কিছুটা ছেদ পড়েছে। কলকাতার গণমাধ্যমের নিয়মিত মিথ্যা খবর প্রকাশে বাংলাদেশের ওপর চটে আছে ভারতীয় নাগরিকরা। রাজনৈতিক, অর্থনৈতিক সম্পর্কের পর এবার সেটা ক্রীড়াঙ্গনেও প্রভাব ফেলছে।
পাক-ভারত সংঘাতে অনিশ্চিত হয়ে পড়েছে বাংলাদেশ-ভারত সিরিজ। আগামী আগস্টে রোহিত শর্মাদের বাংলাদেশ সফরের কথা থাকলেও সেটি এখন পেন্ডুলামের মতো দুলছে। এবার মুস্তাফিজের ওপর নিজেদের ক্ষোভ-রাগ উগড়ে দিয়েছে ভারতের কিছু দর্শক-সমর্থক।
এদিকে আইপিএলের শেষবেলায় দল পেয়েছেন মুস্তাফিজুর রহমান। ৬০ কোটি রুপিতে মুস্তাফিজকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। আইপিএলে খেলতে গতকাল বিসিবির কাছে অনাপত্তিপত্রের জন্য আবেদন করেছিলেন কাটার মাস্টার। আজ (শুক্রবার) মুস্তাফিজকে আইপিএলে খেলার অনুমতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
বিসিবি সূত্রে জানা যায়, মুস্তাফিজুর রহমানকে আইপিএল খেলার জন্য আগামী ১৮-২৪ মে পর্যন্ত অনাপত্তিপত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে আগামী ১৭ মে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে খেলবেন এই বাঁহাতি ফাস্ট বোলার। এরপরই আইপিএলের উদ্দেশ্যে ভারতে যাবেন তিনি।
এমআই