Advertisement
Us Bangla Airlines
আইপিএল খেলতে ছাড়পত্র পেলেন মুস্তাফিজ

আইপিএল খেলতে ছাড়পত্র পেলেন মুস্তাফিজ

খেলা ডেস্ক

১৬ মে ২০২৫, ১৬:১৫

পাক-ভারত সংঘাতে আইপিএলের শেষবেলায় দল পেয়েছেন মুস্তাফিজুর রহমান। ৬০ কোটি রুপিতে মুস্তাফিজকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। আইপিএলে খেলতে গতকাল বিসিবির কাছে অনাপত্তিপত্রের জন্য আবেদন করেছিলেন কাটার মাস্টার। আজ (শুক্রবার) মুস্তাফিজকে আইপিএলে খেলার অনুমতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

আগামী ১৮ মে থেকে ২৪ মে পর্যন্ত মুস্তাফিজকে আইপিএলে খেলার অনুমতি দিয়েছে বিসিবি। আজ এক বিবৃতিতে মুস্তাফিজকে এনওসি দেওয়ার খবরটি নিশ্চিত করেছে টাইগার ক্রিকেট বোর্ড।

গণমাধ্যমে বিসিবির পাঠানো বিবৃতিতে বলা হয়, ‘বিসিবি ক্রিকেট অপারেশন্সের সিদ্ধান্ত মতে, জাতীয় দলের পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল খেলার জন্য আগামী ১৮-২৪ মে পর্যন্ত অনাপত্তিপত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে আগামী ১৭ মে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুস্তাফিজকে পাচ্ছে বাংলাদেশ।’

আগামীকাল ১৭ মে শুরু হবে আইপিএলের বাকি অংশ। মুস্তাফিজের দল, দিল্লি ক্যাপিটালসের খেলা শুরু ‍১৮ মে। অর্থাৎ আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলেই ভারতে পাড়ি জমাবেন মুস্তাফিজ। তাতে দিল্লির প্রথম ম্যাচে কাটার মাস্টারকে পাচ্ছেন হেমাং বাদানি।

মাঠে নামার আগে দুঃসংবাদ পেল মুস্তাফিজের দিল্লি

আইপিএলের গ্রুপ পর্বে দিল্লির আর তিনটি ম্যাচ বাকি রয়েছে। গুজরাটের বিপক্ষে ১৮ মে মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস। মুস্তাফিজদের বাকি দুটো ম্যাচ ২১ ও ২৪ মে। মুম্বাই ইন্ডিয়ানস ও পাঞ্জাব কিংসের বিপক্ষে যথাক্রমে বাকি দুটি ম্যাচ খেলে গ্রুপ পর্ব শেষ করবে অক্ষর প্যাটেলের দল।

আইপিএলে এর আগে ৫৭টি ম্যাচ খেলেছেন মুস্তাফিজুর রহমান, যেখানে ৬১টি উইকেট নিয়েছেন তিনি। সর্বশেষ আসরে চেন্নাই সুপার কিংসে খেলা মুস্তাফিজ ৯ ম্যাচে ১৪ উইকেট শিকার করেছেন। তবুও চলতি মৌসুমের ড্রাফটে উপেক্ষিত ছিলেন এই ক্রিকেটার। এবার আইপিএলের মাঝপথে ডাক পেলেন তিনি।

এর আগে দিল্লি ক্যাপিটালস দলে খেলেছিলেন মুস্তাফিজুর রহমান। ফ্র্যাঞ্চাইজিটির হয়ে খেলা ২ মৌসুমে মোট ৯ উইকেট নিয়েছিলেন এ বাঁহাতি ফাস্ট বোলার।

৬ কোটি রুপিতে আইপিএলে দল পেলেন মুস্তাফিজ

আইপিএলের চলতি মৌসুমের ড্রাফটে মুস্তাফিজের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। তবে আচমকা দিল্লিতে ডাক পাওয়া এ বোলার ৬ কোটি রুপিতে খেলতে যাচ্ছেন। যা বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক। এর আগে ২০০৯ সালে ছয় লাখ ডলার দিয়ে মাশরাফি বিন মুর্তজাকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স, বাংলাদেশি টাকায় যা ছিল চার কোটি টাকা।

বর্তমানে ১১ ম্যাচ খেলা দিল্লির ৬ জয়ে রয়েছে ১৩ পয়েন্ট। পয়েন্ট তালিকায় তাদের অবস্থান পঞ্চম। তাতে সেরা চারে থাকতে পারলে প্লে-অফে খেলবে মুস্তাফিজের দল।

এমআই