
মাঠে নামার আগে দুঃসংবাদ পেল মুস্তাফিজের দিল্লি
খেলা ডেস্ক
১৬ মে ২০২৫, ১৩:০২
ভারত-পাকিস্তান সংঘাতে কপাল খুলেছে মুস্তাফিজের। আইপিএলের মাঝপথে রেকর্ড পারিশ্রমিকে তাকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। ২ কোটি রুপি ভিত্তিমূল্যের ফিজকে ৬ কোটি রুপিতে কিনেছে এই ফ্র্যাঞ্চাইজি। আগামী ১৭ মে শুরু হতে যাচ্ছে আইপিএল। তার একদিন পরেই মাঠে নামছে দিল্লি ক্যাপিটালস।
মাঠে নামার আগে বড় দুঃসংবাদ পেল মুস্তাফিজের দিল্লি। আইপিএলের পরিবর্তিত সূচিতে দলটিতে খেলতে আসছেন না অস্ট্রেলিয়ান তারকা মিচেল স্টার্ক। এরই মধ্যে নিজের সিদ্ধান্তের কথা ফ্র্যাঞ্চাইজিকে জানিয়ে দিয়েছেন বলে জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো।
আগামী জুনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। শিরোপা নির্ধারণী ম্যাচটি সামনে রেখে এরই মধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে দুই দলই। স্টার্কও অস্ট্রেলিয়া দলের স্কোয়াডে রয়েছেন। নিজেদের প্রস্তুতি আর নিরাপত্তা শঙ্কায় আপাতত ভারতে ফিরছেন না এই ক্রিকেটার।
স্টার্কের মতো আইপিএলের বাকি অংশ খেলতে আসবেন না অজি ব্যাটার জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক। তার পরিবর্তেই দিল্লি একাদশে জায়গা পেয়েছেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। তবে ব্যাটারের পরিবর্তে বোলারের নাম ঘোষণা করলেও মুস্তাফিজ খেলবেন স্টার্কের জায়গায়।
আইপিএলে রেকর্ড পারিশ্রমিকে দল পেলেও ফিজের খেলা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। গতকাল আইপিএলে খেলতে অনাপত্তিপত্রের জন্য আবেদন করেছেন এই ফাস্ট বোলার। তবে বিসিবি থেকে এখনো অনুমতি পাননি মুস্তাফিজ। গুঞ্জন রয়েছে, আইপিএলে দুই ম্যাচ খেলার জন্য ছাড়পত্র পেতে পারেন কাটার মাস্টার।
এমআই