Advertisement
Us Bangla Airlines
লড়াই করেও ভারতের কাছে হারল বাংলাদেশ

লড়াই করেও ভারতের কাছে হারল বাংলাদেশ

খেলা ডেস্ক

২২ আগস্ট ২০২৫, ১৮:১৩

ভারতের বিপক্ষে লড়াই করেও হার এড়াতে পারেনি বাংলাদেশ। পুরো ম্যাচে একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। ফলে মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ২-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল। প্রথম ম্যাচে ভুটানকে ৩-১ গোলে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রাখতে পারেনি টাইগ্রেসরা।

চাংলিমিথাং স্টেডিয়ামে আজ অ-১৭ সাফের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও ভারত। যেখানে ১৪ মিনিটেই ভারতকে এগিয়ে দেয় পার্ল ফার্নান্দেস।  ৭৬ মিনিটে বাংলাদেশ দ্বিতীয় গোল হজম করে। মাঝে সমতায় ফেরার সুযোগ তৈরি হলেও ফিনিশিংয়ে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি অর্পিতা বিশ্বাসের দল।  

ম্যাচের শুরু থেকেই আক্রমণ শাণাতে থাকে ভারত। বাংলাদেশ পাল্টা আক্রমণ চালালেও প্রতিপক্ষের রক্ষণ দেয়ালের সামনে পরাস্ত হয়। ১০ মিনিটের মাথায় গোলরক্ষক ইয়ারজান গোলকিক নেওয়ার সময় পা পেনাল্টি বক্সের বাইরে চলে আসে। যা নিয়ে শুরু হয় বিতর্ক। সেই বিবাদ থামাতে বাংলাদেশের কোচ মাহবুবুর রহমানকে হলুদ কার্ড দেখান রেফারি।

ভুটানকে ৩-১ গোলে হারিয়ে বাংলাদেশের দুর্দান্ত শুরু

বাংলাদেশকে এদিনও হাই-লাইন ডিফেন্স নিয়ে নামিয়েছেন কোচ মাহবুব। ১৪ মিনিটে ডিফেন্ডারদের কাটিয়ে বক্সের ভেতর ঢুকে ভারতের পার্ল ফার্নান্দেজ জোরালো শট নেন। গোলরক্ষক ইয়ারজান দুই হাত দিয়ে ঠেকাতে চাইলেও পরাস্ত হন গতির কাছে। হাত ফসকে বল জালে জড়ায়। বাংলাদেশ কাউন্টার অ্যাটাকে উঠলেও ফিনিশিং দিতে মাহবুবের শিষ্যরা।

ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে উভয় দলের খেলাই চলছিল ঝিমিয়ে পড়া গতিতে। উভয় দল আক্রমণে উঠেও বাধাগ্রস্ত হয় রক্ষণে এসে। এরই মাঝে বদলি নামা বোনিফিলিয়া শুল্লাই ৭৬ মিনিটে ভারতকে দ্বিতীয় দফা এগিয়ে দেন। কর্নার থেকে উড়ে আসা বল কিছুটা লাফিয়ে পায়ের এক স্পর্শে বাংলাদেশের জালে জড়ান তিনি। 

ব্যবধান ঘোচাতে মরিয়া বাংলাদেশ ভারতের রক্ষণে গিয়ে কোনো সুযোগই পাচ্ছিল না। শেষ পর্যন্ত ২-০ গোল হার নিয়েই তাদের মাঠ ছাড়তে হয়। বাংলাদেশ পরবর্তী ম্যাচে আগামী ২৪ আগস্ট নেপালের মুখোমুখি হবে।

এমআই