Advertisement
Us Bangla Airlines
ভুটানকে ৩-১ গোলে হারিয়ে বাংলাদেশের দুর্দান্ত শুরু

ভুটানকে ৩-১ গোলে হারিয়ে বাংলাদেশের দুর্দান্ত শুরু

খেলা ডেস্ক

২০ আগস্ট ২০২৫, ২০:৪৪

সাফ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে জয় দিয়ে অভিযান শুরু করেছে বাংলাদেশ। ভুটানের থিম্পুতে আয়োজিত আসরের প্রথম ম্যাচে স্বাগতিক ভুটানকে ৩-১ গোলে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেছেন আলপী আক্তার, একটি গোল করেছেন সুরভী আকন্দ প্রীতি।

প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে এগিয়ে যায় বাংলাদেশ। মাঝমাঠ থেকে বাড়ানো এক পাস ক্লিয়ার করতে এগিয়ে আসেন ভুটানের গোলরক্ষক। কিন্তু তাঁর ও ডিফেন্ডারের মাঝখান দিয়ে বল গড়িয়ে পড়ে সুরভী আকন্দ প্রীতির গায়ে লেগে জালে চলে যায়। গোলটি অনেকটা ভাগ্যের সহায়তায় এলেও লিড নেয় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয় সফরকারীরা। ৫৩ মিনিটে আলপী আক্তার দুর্দান্ত এক শটে বক্সের বাইরে থেকে ব্যবধান দ্বিগুণ করেন। ভুটান অবশ্য একটি গোল করে ব্যবধান কমিয়ে আনলে কিছুটা চাপ তৈরি হয়। তবে ৬৪ মিনিটে কর্নার থেকে গোলমুখে সৃষ্টি হওয়া জটলায় আবারও আলপী আক্তার বল জালে পাঠিয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করেন। 

এরপর আরও কয়েকটি সুযোগ পেলেও ব্যবধান আর বাড়াতে পারেনি বাংলাদেশ। ভুটানের রক্ষণ একাধিকবার গোললাইন সেভ করে ম্যাচে প্রতিরোধ গড়ার চেষ্টা করে।

জুলাইয়ে বাংলাদেশ নারী সিনিয়র দল ইতিহাসে প্রথমবারের মতো এশিয়া কাপ খেলায় জায়গা করে নেয়। একই মাসে অনূর্ধ্ব-২০ দল সাফ চ্যাম্পিয়ন হয়। পরের মাসে এই বয়সভিত্তিক দলটিও উঠে যায় এশিয়া কাপে। এবার জয় দিয়ে সাফ শিরোপার মিশন শুরু করল অনূর্ধ্ব-১৭ নারী দল।

এমআই