Advertisement
Us Bangla Airlines
অনূর্ধ্ব-২৩ দলের ফুটবলারদের তালিকা নিয়ে বাফুফের লুকোচুরি

অনূর্ধ্ব-২৩ দলের ফুটবলারদের তালিকা নিয়ে বাফুফের লুকোচুরি

খেলা ডেস্ক

১৫ আগস্ট ২০২৫, ১৫:৫৮

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) অনূর্ধ্ব-২৩ দলের বিদেশ সফর ঘিরে শুরু থেকেই লুকোচুরি চলছে। বাহরাইনে এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের প্রস্তুতি নিতে যাওয়া দলটি ইতোমধ্যে সেখানে পৌঁছেছে এবং অনুশীলন শুরু করেছে। কিন্তু এখনো পর্যন্ত দলের পূর্ণাঙ্গ তালিকা গণমাধ্যম কিংবা নিজস্ব মাধ্যমে প্রকাশ করেনি বাফুফে।

ফেডারেশনের রীতি অনুযায়ী—জাতীয় বা বয়সভিত্তিক যেকোনো দলের বিদেশ সফরের আগে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দল ঘোষণা করা হয়। কিন্তু এবার তা হয়নি। কে কে দলে আছেন, কে বাদ পড়েছেন, কতজন খেলোয়াড় নিয়ে স্কোয়াড সাজানো হয়েছে—এসব নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা।

জানা গেছে, বসুন্ধরা কিংসের মজিবুর রহমান জনি, মেহেদী হাসান শ্রাবণ ও রিমন হোসেন কাতারে এএফসি চ্যালেঞ্জ লিগ খেলে সরাসরি বাহরাইনে দলের সঙ্গে যোগ দিয়েছেন। আবাহনীর মোরসালিন ও আল আমিন ঢাকায় ম্যাচ খেলে দলের সঙ্গেই বাহরাইন গেছেন। গতকাল প্রথম দিনেই অনুশীলন শুরু করেছে দলটি।

অনূর্ধ্ব-২৩ দলেও হ্যাভিয়ের ক্যাবরেরার আধিপত্য!

এ সফরে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল ১৮ ও ২২ আগস্ট বাহরাইন অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। মূল লক্ষ্য সেপ্টেম্বরের শুরুতে ভিয়েতনামে অনুষ্ঠিতব্য এএফসি অনূর্ধ্ব-২৩ বাছাইপর্ব। বাফুফের এই ‘লুকোচুরি নীতি’ সমর্থকদের আস্থায় চিড় ধরাচ্ছে—যা দেশের ফুটবলের ভবিষ্যতের জন্য মোটেই ইতিবাচক নয়।

এদিকে আজ দুপুরে সাফ অ-১৭ টুর্নামেন্টের জন্য ভুটানের থিম্পুতে পৌঁছায় বাংলাদেশ দল। অ-১৭ দলের সঙ্গে একই ফ্লাইটে ভুটানে গেছেন বাংলাদেশ দলের অধিনায়ক আফিদা খন্দকার ও মিডফিল্ডার স্বপ্না রাণী। তারা ভুটানের রয়েল থিম্পু ক্লাবের হয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলবেন। ক্লাবটির হয়ে খেলছেন বাংলাদেশের তহুরা, রিপা ও শামসুন্নাহার।

এমআই