Advertisement
Us Bangla Airlines
৩৮ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন প্রোটিয়া ব্যাটার

৩৮ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন প্রোটিয়া ব্যাটার

খেলা ডেস্ক

২২ আগস্ট ২০২৫, ১৬:০৮

শতকের জোর সম্ভাবনা তৈরি করেছিলেন দক্ষিণ আফ্রিকান ব্যাটার ম্যাথিউ ব্রিটজকে। কিন্তু ১২ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছেন তিনি। ম্যাচের ৩১তম ওভারে ন্যাথান এলিসকে পুল করতে গিয়ে ডিপ স্কয়ার লেগে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন এই ডানহাতি ব্যাটার। সেঞ্চুরি করতে না পারলেও ৩৮ বছরের পুরোনো রেকর্ড ভেঙেছেন ব্রিটজকে।

ইতিহাসের প্রথম ব্যাটার হিসেবে অভিষেকের প্রথম চার ম্যাচেই ৫০ বা তার বেশি রানের দেখা পেয়েছেন তিনি। চলতি বছরের ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেকেই খেলেন ১৫০ রানের ইনিংস। এরপর পাকিস্তানের বিপক্ষে ৮৩ রান, অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সিরিজের প্রথম ম্যাচে ৫৭ ও দ্বিতীয় ম্যাচে ৮৮ রান করেন তিনি।

ওয়ানডেতে অভিষেকের পর টানা চারটি পঞ্চাশোর্ধ ইনিংস খেলার রেকর্ড ছিল নভোজাত সিং সিধুর। ১৯৮৭ সালে এই কীর্তি নাম লিখিয়েছিলেন ভারতের সাবেক এই ব্যাটার। ঘরের মাটিতে রিলায়েন্স বিশ্বকাপে খেলতে নেমে প্রথম পাঁচ ম্যাচেই চারটি পঞ্চাশোর্ধ ইনিংস খেলেছিলেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে মাঝে একটি ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ হয়নি তার।

নভোজাত সিধুরের ৩৭ বছর ১০ মাস পুরোনো রেকর্ডকে এবার ছাড়িয়ে গেলেন প্রোটিয়া ব্যাটার ম্যাথিউ ব্রিটজকে। ওয়ানডে ক্যারিয়ারের প্রথম চার ম্যাচেই চারটি পঞ্চাশোর্ধ ইনিংস খেলে রেকর্ডবুকে নাম লিখিয়েছেন তিনি। ৫৪ বছরের ওয়ানডে ইতিহাসে এমন কীর্তি দ্বিতীয়বারের মতো দেখা গিয়েছে।

ওয়ানডেতে অবশ্য টানা ৯টি পঞ্চাশোর্ধ ইনিংস খেলার রেকর্ড রয়েছে পাকিস্তানের জাভেদ মিঁয়দাদের। ১৯৮৭ সালে তিনি এই রেকর্ড গড়েছিলেন। এরপরেই আছেন আরেক পাকিস্তানি ক্রিকেটার ইমাম-উল-হক। ২০২১-২২ মৌসুমে টানা ৭ ওয়ানডেতে পঞ্চাশোর্ধ ইনিংস খেলেছিলেন তিনি।

এমআই