
অনূর্ধ্ব-১৫ দলের বিপক্ষে ৪১ রানে হারল মেয়েরা
খেলা ডেস্ক
২২ আগস্ট ২০২৫, ১৯:০৮
টানা দ্বিতীয় জয়ে চমক দেখাল বিসিবি অনূর্ধ্ব-১৫ দল। আগের ম্যাচে লাল দলের পর এবার সবুজ দলকেও হারাল তরুণ ক্রিকেটাররা। বিকেএসপির তিন নম্বর মাঠে বৃষ্টি আইনে ৪১ রানে জয় পেয়েছে ছেলেদের অনূর্ধ্ব-১৫ দল। ব্যাটে-বলে বলার মতো পারফরম্যান্স করতে পারেনি অভিজ্ঞ নাহিদা আক্তারের দল।
শুক্রবার (২২ আগস্ট) বিকেএসপিতে প্রথমে ব্যাট করে ৩৯ ওভারে ৭ উইকেটে ১৮৯ রান তোলে অনূর্ধ্ব-১৫ দল। দলের হয়ে ওপেনার খেয়াল রায় ৯৯ বলে ৮২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তাকে দারুণ সঙ্গ দেন ইরফান, যার ব্যাট থেকে আসে ৬৮ বলে ৪৮ রান। শেষ দিকে বায়োজিদ করেন ঝোড়ো ২১ রান। মেয়েদের হয়ে রাবেয়া খান ৪ উইকেট নেন ৩৩ রানে।
বৃষ্টির কারণে মেয়েদের সামনে নতুন লক্ষ্য দাঁড়ায় ৩০ ওভারে ১৭৭ রান। তবে বড় রান তাড়া করতে গিয়ে শুরুতেই বিপদে পড়ে সবুজ দল। ওপেনার শারমিন আক্তার ১৫ বলে করেন মাত্র ১ রান। এরপর দিলারা ও ঝিলিক কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি ছিল বেশ ধীরগতির। ঝিলিক একপাশে লড়লেও সঙ্গীরা ছিলেন ব্যর্থ।
৫১ রান করা রুবাইয়া হায়দার ঝিলিকই মেয়েদের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন। তাকে সঙ্গ দিয়েছেন ৩৫ রান করা সোবহানা মোস্তারি। তবে এমন ইনিংস মেয়েদের কখনোই চাপে ফেলতে পারেনি। দ্রুত রান তোলার চাপে উইকেট হারান সোবহানা ও স্বর্ণা। ঝিলিকও ৫৯ বলে ৫১ রান করে প্যাভিলিয়নে ফিরেছেন।
শেষদিকে অধিনায়ক নাহিদা ও ইরা চেষ্টা করলেও তেমন কিছু করতে পারেননি। নির্ধারিত ৩০ ওভারে সবুজ দল থামে ১৩৫ রানে, হারায় ৭ উইকেট। ছেলেদের হয়ে মাহিন, আদিব ও আব্দুল্লাহ—তিনজনই ২টি করে উইকেট তুলে নেন। চ্যালেঞ্জ কাপ টুর্নামেন্টে টানা দুই ম্যাচে জয় পেয়েছে ছেলেদের অনূর্ধ্ব-১৫ দল।
এমআই