Advertisement
Us Bangla Airlines
৯৪ রানেই অলআউট জ্যোতিরা, অনূর্ধ্ব-১৫ দলের বিশাল জয়

৯৪ রানেই অলআউট জ্যোতিরা, অনূর্ধ্ব-১৫ দলের বিশাল জয়

খেলা ডেস্ক

২০ আগস্ট ২০২৫, ১৮:৩২

ছেলেদের অনূর্ধ্ব-১৫ দলের বিপক্ষে প্রথম দেখায় পরাজয় হজম করলো বাংলাদেশ নারী লাল দল। উদ্বোধনী জুটিতে দারুণ শুরু পেলেও আচমকা ব্যাটিং ধসে উইকেট হারাতে শুরু করে জ্যোতিরা। তাতেই ছেলেদের বিপক্ষে ৮৭ রানের পরাজয় বরণ করতে হয়েছে। মাত্র ৪৪ রানেই নারীদের সব উইকেট শিকার করেছে ছেলেদের অনূর্ধ্ব-১৫ দল।

বুধবার বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) তিন নম্বর মাঠে আগে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৮১ রান তোলে বিসিবি অনূর্ধ্ব-১৫ দল। জবাবে খেলতে নেমে ভালো শুরু পেয়েছিল বাংলাদেশ নারী লাল দল, তবুও ৯৪ রানে অলআউট হয়েছে জ্যোতির সতীর্থরা।

দুই ওপেনার শারমিন ও তানজিম মিলে পাওয়ার প্লেতে ৩২ রান তোলেন। ইনিংসের ১৬তম ওভারে শারমিন ও তানজিমের ৫০ রানের উদ্বোধনী জুটি ভাঙে। ৫৪ বলে ২০ রান করে রান আউটের শিকার হয়েছেন শারমিন। পরের ওভারে ফিরেন ৪১ বলে ১৬ রানের ইনিংস খেলা আরেক ওপেনার তানজিম।

উদ্বোধনী জুটিতে ৫০, তবুও ৯৪ রানে অলআউট জ্যোতিরা!

এরপরই ধস নামে নারীদের ইনিংসে। মাত্র তিন রান করতেই ৪ উইকেট হারায় নারী লাল দল। তিনে নেমে ডাক মারেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এই বিপর্যয় থেকে আর ফিরতে পারেনি তারা। বিসিবি অনূর্ধ্ব-১৫ দলের হয়ে তিনটি উইকেট নিয়েছেন আদিব। দুইটি করে উইকেট পেয়েছেন আলিফ ও জাহিন।

এর আগে ব্যাটিং করতে নেমে ছেলেদের হয়ে ৬৩ বলে সর্বোচ্চ ৪৬ রানের ইনিংস খেলেছেন বায়োজিদ। এ ছাড়া ৮১ বলে ৪৫ রান করেন আলিফ। ফাহিমের ব্যাট থেকে এসেছে ৬৫ বলে ২০ রান। নারীদের হয়ে দুইটি করে উইকেট নিয়েছেন সুমনা ও সানজিদা।

এমআই