Advertisement
Us Bangla Airlines
বিপিএলে কেন নেই ফরচুন বরিশাল, কারণ জানা গেল

বিপিএলে কেন নেই ফরচুন বরিশাল, কারণ জানা গেল

খেলা ডেস্ক

২৮ অক্টোবর ২০২৫, ২২:১২

বাংলাদেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ বিপিএল পেরিয়ে এসেছে এক যুগ। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বিতর্ক যেন তার সঙ্গী হয়েই রয়ে গেছে। এবারের আসর শুরুর আগেই শুরু হয়েছে নতুন আলোচনা—১২তম বিপিএলে থাকছে না গত আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল।

আজ (মঙ্গলবার) শেষ হচ্ছে বিপিএলের ফ্র্যাঞ্চাইজি চেয়ে আবেদনের সময়। ইতোমধ্যে বেশ কয়েকটি প্রতিষ্ঠান বোর্ডের কাছে আবেদন জমা দিয়েছে। তবে গতবারের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল এবার আবেদন করেনি। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত পর্যন্ত আনুষ্ঠানিকভাবে দশটি ফ্র্যাঞ্চাইজি আবেদন করেছে বলে জানা গেছে।

বিসিবি এবার ৫ থেকে ৬টি ফ্র্যাঞ্চাইজি নিয়ে বিপিএল আয়োজনের পরিকল্পনা করছে। আজ সন্ধ্যায় সভায় বসে বোর্ড কর্তারা চূড়ান্ত করবেন কারা পাচ্ছে ফ্র্যাঞ্চাইজি মালিকানা। ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। কিন্তু সময় স্বল্পতায় মাঠে নামতে অনাগ্রহী ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান স্পষ্ট জানিয়ে দিলেন—তড়িঘড়ি করে দল গঠন চান না তিনি।

বেসরকারি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে মিজানুর রহমান বলেন, ‘আমরা সময় চেয়েছিলাম, কিন্তু ওনারা (বোর্ড) সময় দেননি। আমার প্রস্তাব ছিল অন্য কোনো স্লটে যেন খেলা হয়। এখন পর্যন্ত প্লেয়ার্স ড্রাফট হয়নি, ড্রাফটের পর এক মাসও সময় পাওয়া যাবে না। এক মাসে প্রস্তুতি নেওয়া সম্ভব নয়। আমি চাই না আমার নাম খারাপ হোক—প্রয়োজনে খেলবো না।’

তবে ফরচুন বরিশাল যে একেবারে বিদায় নিচ্ছে, তা নয়। ভক্তদের হতাশ না করে মিজানুর রহমান জানিয়েছেন—এ বিষয়ে শিগগিরই একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হবে। সবকিছু অনুকূলে থাকলে এক মৌসুম পর আবারও বিপিএলে ফেরার আশাবাদও ব্যক্ত করেছেন তিনি।

এমআই