
বিসিবির ‘শেয়ার-কেয়ার’ বাস্তবায়ন না হলে সুফল আসবে না: মুশফিক
খেলা ডেস্ক
২০ আগস্ট ২০২৫, ২০:৩১
ক্রিকেটারদের সুবিধাদি আরও সমুন্নত করতে ‘শেয়ার অ্যান্ড কেয়ার’ নামক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গতকাল ক্রিকেটারদের সঙ্গে এক বৈঠক শেষে এসব কথা জানান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বিসিবির এমন উদ্যোগকে প্রশংসায় ভাসিয়েছেন মুশফিকুর রহিম। তবে শঙ্কার কথাও জানিয়েছেন এই অভিজ্ঞ ক্রিকেটার।
মুশফিক মনে করেন, বিসিবির এই উদ্যোগের ভালো দিকগুলো যত দিন না বাস্তবায়ন করা হবে, তত দিন কোনো ফল আসবে না। আজ বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে ফিজিক্যাল চ্যালেঞ্জড ক্রিকেটারদের ট্রায়ালে অতিথি হিসেবে গিয়েছিলেন মুশফিক। পরে সেখানে সংবাদমাধ্যমের সঙ্গে এ কথা বলেন তিনি।
মুশফিক বলেছেন, ‘এটি ভালো একটি উদ্যোগ। সেখানে ভালো যে সব কথা হয়েছে, কাঠামোগত উন্নতির কথা বলা হয়েছে, খেলোয়াড়দের দিক থেকে কিংবা বোর্ডের দিক থেকে কী কী করা যায় তা নিয়ে কথা হয়েছে, তার বাস্তবায়ন গুরুত্বপূর্ণ। যত দিন না তার বাস্তবায়ন হচ্ছে, এর সুফল আসবে না।’
ক্রিকেটীয় সুযোগ-সুবিধা বৃদ্ধির প্রসঙ্গে মুশফিক বলেছেন, ‘আমরা ক্যারিয়ার তো প্রায় শেষ দিকে, তবে আশা করব, পরের প্রজন্মের জন্য এ রকম পরিবেশ যেন দিতে পারি, যাতে তাঁরা নিয়মিত সব জায়গায় গিয়ে খেলতে পারে। সে রকম মাঠ যেন করে দিয়ে যেতে পারি, অনুশীলনের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে পারি।’
বাংলাদেশ বিশ্ব ক্রিকেটের বিচারে খুব একটা এগোয়নি দাবি করে মুশফিক বলেন, ‘বিশ্ব ক্রিকেট যত দূর এগিয়ে গেছে, বাংলাদেশ তাদের থেকে অনেক পিছিয়ে। এদিক থেকে যদি আমরা সেই সাপোর্টটা দিতে পারি, তাহলে আরও এগিয়ে যাবে বাংলাদেশের ক্রিকেট।’
এমআই