Advertisement
Us Bangla Airlines
এশিয়া কাপে যাওয়ার আগে তামিমের নতুন শুরু

এশিয়া কাপে যাওয়ার আগে তামিমের নতুন শুরু

খেলা ডেস্ক

২১ আগস্ট ২০২৫, ১৫:৫৮

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা কিছুদিন বিশ্রামে থাকলেও সামনে আবারও ব্যস্ত সূচিতে ফিরছে দল। সেপ্টেম্বরেই শুরু হচ্ছে এশিয়া কাপের নতুন আসর। টুর্নামেন্ট সামনে রেখে যখন প্রস্তুতির শেষ সময়, ঠিক তখনই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম।

আজ (বৃহস্পতিবার) নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে জীবনের নতুন এই যাত্রার খবর জানিয়েছেন তামিম। পোস্টে স্ত্রীর হাত ধরে তোলা একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন: ‘দুটি আত্মা, একটি হৃদয়—চিরদিনের জন্য একসঙ্গে পথচলা। আলহামদুলিল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন।’

তানজিদের জাতীয় দলে ওঠার গল্পটাও কম চমকপ্রদ নয়। ঘরোয়া ক্রিকেট ও অনূর্ধ্ব–১৯ দলে ধারাবাহিক পারফরম্যান্সের ফলস্বরূপ ২০২৩ সালে আন্তর্জাতিক অভিষেক ঘটে এই বাঁহাতি ব্যাটারের। এরপর থেকেই ধীরে ধীরে জায়গা করে নিচ্ছেন দলের ব্যাটিং লাইনআপে। আসন্ন এশিয়া কাপে ওপেনার হিসেবে বড় দায়িত্ব থাকবে তার কাঁধে।

এখন পর্যন্ত জাতীয় দলের জার্সিতে ২৬টি ওয়ানডে ম্যাচ খেলেছেন তানজিদ, যেখানে তার সংগ্রহ ৫৪৮ রান, যার মধ্যে রয়েছে ৪টি অর্ধশতক। ওয়ানডে ক্যারিয়ারের সর্বোচ্চ স্কোর ৮৪ রান। অন্যদিকে, ২৯টি টি–টোয়েন্টি ম্যাচে তার রান ৬৫৫, যেখানে ৫টি হাফ-সেঞ্চুরি রয়েছে তার নামের পাশে।

এমআই