Advertisement
Us Bangla Airlines
চারের চেয়ে ছক্কা বেশি, বাংলাদেশের এই ব্যাটারকে চিনতেন?

চারের চেয়ে ছক্কা বেশি, বাংলাদেশের এই ব্যাটারকে চিনতেন?

খেলা ডেস্ক

২৩ জুলাই ২০২৫, ১৮:৪১

টি-টোয়েন্টি সংস্করণে দ্রুত রান তোলার বড় মাধ্যমই ছক্কা। সাম্প্রতিক সময়ে সেই ছক্কা মারার দক্ষতায় আলাদাভাবে নজর দিয়েছে বাংলাদেশ দল। চলতি বছরে ১১ টি-টোয়েন্টিতে ম্যাচে ৯৭টি ছক্কা হাঁকিয়েছে টাইগাররা। প্রতি ম্যাচে গড়ে প্রায় ৯টি ছক্কা হাঁকিয়েছে বাংলাদেশ দল।

টাইগারদের হয়ে ছক্কা হাঁকানোর মূল কাজটা করেন দলের দুই ওপেনার তানজিদ তামিম ও পারভেজ ইমন। চলতি বছরে এই দুই ব্যাটার ১০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। যেখানে ২৬ চারের সঙ্গে ২১ ছক্কা হাঁকিয়েছেন তামিম। অন্যদিকে, ২৩ চারের সঙ্গে ২০ ছক্কা মেরেছেন ইমন।

৩৭তম ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ডে নাম লেখালেন তামিম

৪১ ছক্কা হাঁকানো এই দুই ওপেনারের কাছাকাছি আছেন একজন ব্যাটার, তিনি জাকের আলী। টি-টোয়েন্টিতে চলতি বছরে ৯ ইনিংস ব্যাট করেছেন এই ডানহাতি। যেখানে ৮ বাউন্ডারির সঙ্গে ১৫টি ছক্কা মেরেছেন জাকের। অর্থাৎ চার মারার চেয়ে প্রায় দ্বিগুণ ছক্কা মেরেছেন তিনি।

গতকাল পাকিস্তানের বিপক্ষে করা ৫৫ রানের ইনিংসে ১ বাউন্ডারির বিপক্ষে ৫টি ছক্কা হাঁকিয়েছেন জাকের আলী। এই ব্যাটারের পুরো ক্যারিয়ার বিশ্লেষণ করলে পরিসংখ্যানগত দিক আরও অবাক করবে। টি-টোয়েন্টিতে ২৯ ইনিংসে ব্যাট করে জাকের চার থেকে বেশি ছক্কা মেরেছেন।

৫৫ রান করে ম্যাচ শেষে যা বললেন জাকের আলী

বিশ ওভারের ক্রিকেটে এখন পর্যন্ত ৫৭০ রান করেছেন জাকের আলী। যেখানে ২৮ বাউন্ডারির সঙ্গে ৩৭টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। দেশের টি-টোয়েন্টি ক্রিকেটে অন্তত ২০০ রান করেছেন এমন কোনো ব্যাটারের চারের তুলনায় ছক্কার সংখ্যা বেশি নেই। তবে ফিনিশিং রোলে খেলা জাকের এমন অবিশ্বাস্য রেকর্ডে নাম লিখিয়েছেন।

ছক্কা মারার দক্ষতায় গেল বছর টি-টোয়েন্টি দলে অভিষেক হয় জাকের আলীর। অভিষেক ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে ৬টি ছক্কা হাঁকিয়েছেন এই ব্যাটার। তাতে রেকর্ডবুক তছনছ করেছেন তিনি। এরপর গেল ডিসেম্বরে ক্যারিবিয়ানদের বিপক্ষে পুনরায় এক ম্যাচে ৬টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। গতকাল ৫টি ছক্কা মেরেছেন জাকের আলী।

পাকিস্তানকে হারিয়ে দেওয়ার দিনে ইমনের ‘সেঞ্চুরি’

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে ওপেনার পারভেজ হোসেন ইমন বলেছিলেন, ‘আমাদের একদম শেষ যে ব্যাটসম্যান আছে, সেও ছক্কা মারতে পারে। এটা আমাদের অনেক ভালো উপকার দিচ্ছে। এটা আরও যত ভালো আয়ত্ত করতে পারব, আমাদের জন্য ভালো হবে।’

টি-টোয়েন্টি ম্যাচগুলোতে ছক্কার মারার সামর্থ্যে সেই ভালো কাজটাই করে যাচ্ছে বাংলাদেশ। কুড়ি ওভারের ক্রিকেটে টানা চার ম্যাচ জিতেছে লিটন দাসের দল। শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে ছয় পাওয়া এসব ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছে ছক্কা মারার সামর্থ্য। যেখানে জাকের আলীরও বেশ অবদান রয়েছে।

এমআই