
ব্যাট হাতে বাংলাদেশের দুই ওপেনারের বড় উন্নতি
খেলা ডেস্ক
০৪ জুন ২০২৫, ১৭:৩৫
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচেই দুর্দান্ত শুরু পেয়েছিলেন তানজিদ হাসান তামিম। কিন্তু কোনো ম্যাচেই ইনিংস বড় করতে পারেননি। তবুও সিরিজের তৃতীয় সর্বোচ্চ রান করেছেন এই বাঁহাতি ওপেনার। পাকিস্তানের বিপক্ষে কোনো ম্যাচ না জিতলেও আজ (বুধবার) আইসিসি থেকে সুখবর পেয়েছেন তামিম।
পাকিস্তানের বিপক্ষে যথাক্রমে ৩১, ৩৩ ও ৪২ রান করেছিলেন তানজিদ হাসান। তাতেই টি-টোয়েন্টিতে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে ২৮ ধাপ অগ্রগতি হয়েছে এই তরুণ ওপেনার। বর্তমানে র্যাঙ্কিং তালিকায় ৫৩তম স্থানে অবস্থান করছেন তানজিদ হাসান। যা তার ক্যারিয়ারের সর্বোচ্চ অর্জন।
পাকিস্তানের বিপক্ষে শুরুর দুই ম্যাচে ৪ ও ৮ রানে আউট হয়েছিলেন আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন। তবে শেষ ম্যাচে ৩৪ বলে ৬৬ রানের ইনিংস খেলেন তিনি। এই পারফরম্যান্সে টি-টোয়েন্টির ব্যাটিং র্যাঙ্কিংয়ে সেরা একশতে ঢুকেছেন ইমন। ২৮ ধাপ এগিয়ে বর্তমানে তার অবস্থান ৯৫তম।
তিন ম্যাচের এই সিরিজে ৫১ রান করা জাকের আলি ৩ ধাপ এগিয়ে এখন ৬৮তম স্থানে আছেন। তবে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবার ওপরে থাকা তাওহিদ হৃদয় পিছিয়েছেন ৭ ধাপ। বর্তমানে তার অবস্থান ৪১তম। হৃদয়ের পরে থাকা লিটনের অবস্থান ৫১তম, এরপরই আছেন তানজিদ হাসান।
ব্যাটারদের র্যাঙ্কিংয়ে উন্নতি আসলে বাংলাদেশি বোলারদের অবস্থার তেমন পরিবর্তন হয়নি। সেরা ১০০-তে থাকা বাংলাদেশের সব বোলারের অবনতি হয়েছে।
এমআই