
পাকিস্তানে শান্তকে সুযোগ না দেওয়ায় হতাশ নান্নু
খেলা ডেস্ক
০৩ জুন ২০২৫, ১৬:০৬
টি-টোয়েন্টি ম্যাচে ব্যাটিং উপভোগ করতে পারছিলেন না নাজমুল হোসেন শান্ত। এক প্রকার হতাশা থেকেই এই ফরম্যাটের অধিনায়কত্ব ছেড়েছেন এ বাঁহাতি ব্যাটার। শান্তের পরিবর্তে কুড়ি ওভারে বর্তমানে অধিনায়কত্ব করছেন লিটন কুমার দাস। তবে আমিরাত ও পাকিস্তান সিরিজে শান্তকে দলে রেখেছেন লিটন।
সাবেক কাপ্তানকে ১৫ সদস্যের স্কোয়াডে রাখা হলেও ম্যাচ খেলানো হয়নি। দুই সিরিজের ছয় ম্যাচে শান্ত সুযোগ পেয়েছেন মোটে একটি। সেখানে খুব একটা খারাপও করেননি এ টপ অর্ডার ব্যাটার। তবুও তাকে পরবর্তী ম্যাচগুলো আর দলে নেয়নি টিম ম্যানেজমেন্ট।
পাকিস্তানের বিপক্ষে ফ্ল্যাট ট্রাকে খেলেছিল বাংলাদেশ দল। শুরুর ২/১ ওভার কাটিয়ে ওঠতে পারলে এখানে ব্যাটিং করা বেশ সহজ ছিল। এমন উইকেটে দুর্দান্ত খেলে থাকেন বাংলাদেশের সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক শান্ত। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে এমনটাই দেখা গিয়েছিল।
ফ্ল্যাট ট্রাকে শান্তের দারুণ ব্যাটিংয়ের রেকর্ড থাকলেও পাকিস্তানে তাকে কোনো ম্যাচ খেলানো হয়নি। বরং ব্যর্থতার বৃত্তে আটকে যাওয়া তাওহীদ হৃদয়কে টানা খেলিয়েছিল বাংলাদেশ দল। টিম ম্যানেজমেন্টের এমন নির্বুদ্ধিতার পরিচয় দেওয়ায় বেশ সমালোচনা করেছেন সাবেক নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
তিনি বলেন, ‘পাকিস্তানে ফ্ল্যাট ট্র্যাক, বল স্কিড করে, ঘাস ছিল। সেখানে টেকনিক্যালি ভালো ব্যাটারকে খেলাতে হতো। নাজমুল হোসেন শান্তর ভালো করার সম্ভাবনা ছিল বেশি। টিম ম্যানেজমেন্ট কোনো পরিবর্তন আনতে পারেনি। বরং ব্যাটিং-বোলিং কোথাও পরিবর্তন হয়নি। বরং মনমানসিকতায় নিচে নেমে গেছে।’
নান্নু আরও বলেন, ‘এখান থেকে উত্তরণ ঘটাতে হলে একজন ভালো মনোবিদ নিয়োগ দিয়ে ক্রিকেটারদের নিয়ে আলাদা সেশন করতে হবে। খারাপ খেলার কারণগুলো খুঁজে বের করতে হবে। আমরা ব্যাটিং করতে পারিনি। আমিরাতের সঙ্গেও না, পাকিস্তানেও না। যে উইকেটে খেলা হয়েছে সেখানে ২২৫ থেকে ২৩০ রান হওয়া উচিত ছিল।’
এমআই