
পাকিস্তানকে হারিয়ে দেওয়ার দিনে ইমনের ‘সেঞ্চুরি’
খেলা ডেস্ক
২১ জুলাই ২০২৫, ১২:৩৫
দেশের মাটিতে বরাবরই কঠিন প্রতিপক্ষ বাংলাদেশ। বিষয়টি জেনে করাচিতে আলাদা অনুশীলন করেছিল পাকিস্তান। তবে মাঠে কাজের কাজটা করতে পারেননি তারা। বাংলাদেশের বিপক্ষে মাত্র ১১০ রানেই গুটিয়েছে এশিয়ার অন্যতম সেরা দলটি। ম্যাচ শেষে ৭ উইকেটের বড় জয় পেয়েছে বাংলাদেশ দল।
পাকিস্তানকে অল্প রানে গুটিয়ে দেওয়ার কৃতিত্ব অবশ্য বোলারদের। মোস্তাফিজ ৪ ওভারে মাত্র ৬ রান দিয়েছেন। দেশের টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এত কম রানের স্পেল ছিল না কোনো বোলারের। তাসকিন, তানজিম, রিশাদরাও বল হাতে কার্যকরী অবদান রেখেছেন। খরুচে হলেও শেখ মেহেদী শিকার করেছেন ১ উইকেট।
ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। মাত্র ৭ রানের মাথায় তানজিদ ও লিটনকে হারায় বাংলাদেশ। তবে হৃদয়-ইমনের ৭৩ রানের জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ হাতে নেয় টাইগাররা। হৃদয় ৩৬ রানে ফিরলেও ৫৬ রানে অপরাজিত ছিলেন পারভেজ হোসেন ইমন। ৩ চার ও ৫ ছক্কায় এই রান করেছেন তিনি।
পাকিস্তানের বিপক্ষে ৫ ছক্কা হাঁকানোর দিনে নতুন রেকর্ডে নাম লিখিয়েছেন পারভেজ হোসেন ইমন। স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে বাঁহাতি এই ওপেনার ১০০টি ছক্কা হাঁকিয়েছেন। পাকিস্তান সিরিজ শুরুর আগে ইমনের ছক্কা ছিল ৯৫টি। গতকাল ৫ ছয় হাঁকিয়ে ছক্কার সেঞ্চুরিতে নাম লিখিয়েছেন এই বাঁহাতি ওপেনার।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। সম্প্রতি অবসর নেওয়া এই ব্যাটারের ছক্কার সংখ্যা ৭৭টি। তবে ক্যারিয়ারের শুরু করা ইমন ইতোমধ্যে ২৪টি ছক্কা হাঁকিয়েছেন। এসব ছক্কা হাঁকাতে মাত্র ১৬ ইনিংস খেলেছেন এই ব্যাটার।
এমআই