
নির্বাচক প্যানেলে যুক্ত হতে পারেন মোহামেডান ম্যানেজার
খেলা ডেস্ক
০১ জুলাই ২০২৫, ১৩:১৯
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) কোচিং করাতে চলতি বছরের শুরুতে নির্বাচক পদ ছেড়েছিলেন হান্নান সরকার। জাতীয় দলের নির্বাচকের পদ থেকে হান্নানের সরে দাঁড়ানোর ৫ মাস অতিক্রম হলেও এই পদে এখনো কোনো নতুন মুখ দেখা যায়নি।
বর্তমানে জাতীয় দলের নির্বাচক প্যানেল সামলাচ্ছেন গাজী আশরাফ হোসেন লিপু এবং আব্দুর রাজ্জাক রাজ। নির্বাচক পরিষদে নতুন করে আরেকজনকে যুক্ত করতে যাচ্ছে বিসিবি। গতকাল বিসিবির সভা শেষে এ কথা জানিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল।
তিনি বলেন, ‘আমাদের এখানে তিনজন জাতীয় দলের জন্য নির্বাচক ছিল। একজন চলে গেছে, এখন দুইজন আছে। আমরা সেখানে কীভাবে আরেকজন যুক্ত করতে পারি (আলোচনা হয়েছে)। দুজনের ক্ষেত্রে দায়িত্বটা অনেক কঠিন হয়ে যাচ্ছে। নীতিগত সিদ্ধান্তে বেশ কিছু নাম এসেছে, সেই আলোচনা এখনও চলছে, কোনো কিছু ফাইনাল হয়নি।’
বিসিবি সভাপতি নতুন নির্বাচকের নাম খোলাসা না করলেও তার নাম অনেকটা নিশ্চিত হওয়া গেছে। ডিপিএলে মোহামেডান দলের ম্যানেজারের দায়িত্ব পালন করা সাজ্জাদ আহমেদ শিপনকেই নতুন নির্বাচক হিসেবে নিয়োগ দিতে চলেছে বিসিবি। তিনি বর্তমানে নারী দলের নির্বাচক হিসেবেও কাজ করছেন।
গতকাল জাতীয় নারী দলে নারী নির্বাচক নিয়োগ দেওয়ার কথা জানিয়েছিল বিসিবি। ফলে সাজ্জাদ আহমেদকে নারী দল থেকে পুরুষ জাতীয় দলে আনলে তার পদে কোনো নারী নিয়োগ পেতে যাচ্ছেন।
এমআই