Advertisement
Us Bangla Airlines
ভারতের এশিয়া কাপ দল থেকে বাদ পড়ছেন তিন তারকা!

ভারতের এশিয়া কাপ দল থেকে বাদ পড়ছেন তিন তারকা!

খেলা ডেস্ক

১৫ আগস্ট ২০২৫, ১৭:৫৯

অনিশ্চয়তা আর নানান নাটকীয়তাকে ধামাচাপা দিয়ে মাঠে গড়াচ্ছে এশিয়া কাপ। আগামী সেপ্টেম্বরেই এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই করবে আট দল। নতুন টুর্নামেন্টকে ঘিরে ইতোমধ্যে প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ও আফগানিস্তান। তবে এখনো কোনো দল ঘোষণা করেনি ক্রিকেটের পরাশক্তি দেশ ভারত।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, আগামী সপ্তাহেই এশিয়া কাপের দল ঘোষণা করবে ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআই। ১৯ আগস্ট ক্রিকেট বোর্ডের কার্যালয়ে দল নির্বাচন করবে অজিত আগারকারের নেতৃত্বাধীন কমিটি। যেখানে গিলসহ ভারতীয় ক্রিকেটের তিন বড় তারকা বাদ পড়তে পারেন।

জানা গেছে, ভারতের টি-টোয়েন্টি দলের নিয়মিত অধিনায়ক সূর্যকুমার যাদবকে নিয়েই ছক কষেছে বিসিসিআই। টেস্ট দলের পর শুভমানকে টি-টোয়েন্টি দলের অধিনায়ক করার জল্পনা শোনা যাচ্ছিল। তবে সূর্যের উপরেই আস্থা রয়েছে গম্ভীর ও আগারকারের।

বিসিসিআইয়ের এক কর্তা জানিয়েছেন, ‘ওপেনার হিসাবে সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মার উপরেই ভরসা করছেন নির্বাচকেরা। ফলে শুভমানের জায়গা পাওয়া মুশকিল। যশস্বী জয়সোয়ালকে বলা হয়েছে, লাল বলের ক্রিকেটে মন দিতে। লোকেশ রাহুলেরও খেলার সম্ভাবনা কম। এই তিন তারকাকে এশিয়া কাপের দলে না-ও দেখা যেতে পারে।’

আগামী ৯ সেপ্টেম্বর এশিয়া কাপের নতুন আসর শুরু হবে। আরব আমিরাতের মাটিতে আয়োজিত এই টুর্নামেন্ট শেষ হবে আগামী ২৮ সেপ্টেম্বর। বরাবরের মতো এবারও ভারত-পাকিস্তান একই গ্রুপ থেকে লড়াই করবে। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই ১৪ সেপ্টেম্বর।

এমআই