
বাংলাদেশ সিরিজ দিয়েই নিয়মে পরিবর্তন আনছে আইসিসি
খেলা ডেস্ক
২৭ জুন ২০২৫, ২০:৪৬
বাইশ গজে শৃঙ্খলা বজায় রাখতে বরাবরই সচেষ্ট ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সম্প্রতি টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে একাধিক নিয়মে পরিবর্তন এনেছে ক্রিকেটে অভিভাবক সংস্থা। এবার টি-টোয়েন্টি ক্রিকেটের নিয়মেও আসছে পরিবর্তন। যা বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে।
ক্রিকেটভিত্তিক গণমাধ্যম ইএসপিএনক্রিকইনফো জানায়, টি-টোয়েন্টিতে পাওয়ার প্লেতে সময়ের পরিবর্তন আনছে আইসিসি। বৃষ্টি বাগড়া বা ভিন্ন কারণে খেলার পরিধি কমে গেলে পাওয়ার প্লে ৬ ওভারের পরিবর্তে নির্দিষ্ট হারে কমে আসবে। যা আসন্ন টি-টোয়েন্টি সিরিজ থেকে কার্যকর করা হবে।
নতুন নিয়ম অনুযায়ী, যদি কোনো ম্যাচ ৮ ওভারে নেমে আসে তবে ওই ম্যাচের পাওয়ার প্লে ধরা হবে ২.২ ওভার। যদি খেলাটি ১৪ ওভারের হয়, তবে টি-টোয়েন্টি ম্যাচটির ৪.১ ওভার পর্যন্ত পাওয়ার প্লের নিয়মে ধরা হবে। এ সময়ে ত্রিশ গজের বাইরে সর্বোচ্চ দুজন ফিল্ডার রাখা যাবে। খেলা যত ওভারে হবে তার প্রায় ৩০ শতাংশ বল হবে পাওয়ার-প্লে।
আইসিসি জানিয়েছে, ইংল্যান্ডের ‘টি-টোয়েন্টি ব্লাস্ট’ টুর্নামেন্টে অনেক বছর ধরেই এই বলভিত্তিক পাওয়ার-প্লে পদ্ধতি ব্যবহার হচ্ছে। ওভারের মাঝপথে পাওয়ার-প্লে শেষ হওয়ায় কোনো সমস্যায় পড়েননি খেলোয়াড় বা আম্পায়াররা। এখন এই পদ্ধতিকে আইসিসির পুরুষ ক্রিকেট কমিটি পছন্দনীয় মানদণ্ড হিসেবে গ্রহণ করেছে।
এদিকে সম্প্রতি ওয়ানডে ক্রিকেটে একাধিক নিয়মে পরিবর্তন এনেছিল বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। ফলে ৫০ ওভারের ক্রিকেটে এখন থেকে একটি বল দিয়ে ৩৫ ওভার খেলার পর তা পরিবর্তন করা হবে। আবার বাউন্ডারি লাইনে ক্যাচ ধরতে গিয়ে কোনো ফিল্ডার দুইবার সীমানার বাইরে বের হতে পারবেন না।
ওয়ানডে ক্রিকেটের পর দুইদিন আগে টেস্ট ক্রিকেটে নিয়মের পরিবর্তনের খবর জানিয়েছে আইসিসি। নতুন নিয়ম অনুযায়ী, টেস্টে এক ওভার শেষ হওয়ার পর পরবর্তী ওভার শুরু করতে ফিল্ডিং দলকে এক মিনিটের মধ্যে প্রস্তুত থাকতে হবে। এই সময়সীমা না মানলে প্রথমে আম্পায়াররা দুইবার সতর্ক করবেন।
তৃতীয়বার একই ভুল করলে শাস্তি ভোগ করবে ফিল্ডিং দল। আইসিসির নিয়ম মোতাবেক, বোলিং দলকে পাঁচ রান জরিমানা করা হবে। ফলে বোলিং দল ব্যাট করতে নামলে তাদের থেকে অগ্রিম পাঁচ রান কর্তন করা হবে। আর প্রথম ইনিংসে ব্যাট করলে মোট রান থেকে ৫ রান কাটা হবে।
এমআই