Advertisement
Us Bangla Airlines
ক্যারিয়ারের সবশেষ শ্রীলঙ্কা সফরে মুশফিকুর রহিম!

ক্যারিয়ারের সবশেষ শ্রীলঙ্কা সফরে মুশফিকুর রহিম!

খেলা ডেস্ক

১৬ জুন ২০২৫, ২০:৪২

বাংলাদেশ ক্রিকেটের অবিস্মরণীয় নাম মুশফিকুর রহিম। ওয়ানডে, টি-টোয়েন্টি থেকে ইতোমধ্যে বিদায় নেওয়া এই ক্রিকেটার ক্যারিয়ারের পড়ন্ত বেলায় অবস্থান করছেন। বর্তমানে শুধু টেস্ট ক্রিকেটটাই খেলেছেন বাংলাদেশের এককালের ব্যাটিং স্তম্ভ। টাইগারদের হয়ে তিন সংস্করণে সবচেয়ে বেশি রান ও সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড এখন মুশফিকের দখলে।

টেস্টে ক্রিকেটে আর মাত্র চারটি ম্যাচ খেললেই বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলার মাইলফলক অর্জন করবেন তিনি। ধারণা করা হচ্ছে, শততম টেস্ট খেলার পরেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিবেন এই কিংবদন্তি ব্যাটার। তাতে জাতীয় দলের জার্সিতে আর ৪-৫টি ম্যাচ খেলতে পারেন মুশফিকুর রহিম।

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বর্তমানে শ্রীলঙ্কায় অবস্থান করছেন এই ডানহাতি ব্যাটার। সেখানে উভয় টেস্ট খেলতে পারলে ৯৮টি টেস্ট খেলা হয়ে যাবে মুশফিকের। চলতি বছরে আর কোনো টেস্ট ম্যাচ খেলবে না বাংলাদেশ। ২০২৬ সালের মার্চে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টাইগাররা।

শ্রীলঙ্কা ও পাকিস্তান সিরিজের উভয় ম্যাচে মুশফিক খেললে ১০০ টেস্ট ম্যাচ খেলার মাইলফলক ছুঁবেন। ততদিনে প্রায় ৩৯ বছর বয়সে পা রাখবেন এই ক্রিকেটার। বয়সের ভার ও ফিটনেসের চ্যালেঞ্জ মিলিয়ে মুশফিকের ক্রিকেটীয় ক্যারিয়ারটা যে খুব বড় হচ্ছে না, তা অনুমেয়। 

আবার, আগামী তিন বছরে লঙ্কায় কোনো টেস্ট খেলবে না বাংলাদেশ। এমনকি আইসিসির সূচি অনুযায়ী, ঘরের মাটিতেও শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলবে না বাংলাদেশ। সবকিছু বিবেচনায় শ্রীলঙ্কায় এবারই ক্রিকেট ক্যারিয়ারের সবশেষ সফর করছেন মুশফিকুর রহিম।

নিজের দুই দশকের ক্রিকেট ক্যারিয়ারে শ্রীলঙ্কার সঙ্গেই মুশফিকের সখ্যতা বেশি ছিল। টেস্ট ক্রিকেটের প্রথম ডাবল সেঞ্চুরি, ওয়ানডের ব্যক্তিগত সর্বোচ্চ রান, টি-টোয়েন্টির মহাকাব্যিক ৭২ ও ব্যক্তিগত সর্বোচ্চ- সবকিছুর রেকর্ডই লঙ্কানদের বিপক্ষে সেরেছেন এই ডানহাতি ব্যাটার।

তিন ফরম্যাট মিলিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ক্যারিয়ারের সবচেয়ে বেশি রান করেছেন মুশফিকুর রহিম। লঙ্কানদের সাথে তিন সংস্করণে ৭৮ ইনিংস খেলা মুশফিক ৪২ গড়ে করেছেন ২ হাজার ৮৫৩ রান। বিশ্বের আর কোনো দেশের সঙ্গে তিন ফরম্যাট মিলিয়ে আড়াই হাজার রানও করতে পারেননি তিনি।

সাদা পোশাকের ক্রিকেটে শ্রীলঙ্কার বিপক্ষেই সবচেয়ে বেশি রান করেছেন মুশফিক। লঙ্কানদের বিপক্ষে ৫৩ গড়ে ১৩৪৬ রান করেছেন তিনি। বাকি কোনো দলের বিপক্ষে হাজার রানও করেননি এই ক্রিকেটার। ওয়ানডেতে লঙ্কানদের বিপক্ষে ক্যারিয়ারের দ্বিতীয় সর্বোচ্চ এবং টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান করেছেন তিনি।

এবার ক্যারিয়ারের শেষ প্রান্তে মুশফিকুর রহিম। ক্রিকেটীয় জীবনে শ্রীলঙ্কায় এটাই সম্ভাব্য শেষ অধ্যায়। অবিশ্বাস্য কিছু না হলেও লঙ্কানদের বিপক্ষে এই সিরিজের পরে আন্তর্জাতিক ক্রিকেটে আর খেলা হচ্ছে না তাঁর। শেষের শুরুটা হচ্ছে আবার গল টেস্ট দিয়ে। যেখানে ২০১৩ সালে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন এই অভিজ্ঞ ব্যাটার। 

তবে কি গলে পুনরায় দ্বিশতকের স্মৃতি ফিরিয়ে আনতে চাইবেন মুশফিকুর রহিম? ব্যাট হাতে যে সময়টা মোটেও ভালো যাচ্ছে না। তবে প্রতিপক্ষ শ্রীলঙ্কা আর ভেন্যু গল বলেই আশায় দানা বাঁধতে পারে টাইগার ভক্তরা। বাকি গল্পটা সময়ই বলে দিবে।

এমআই