
মুশফিকের সামনে শচীন-দ্রাবিড়কে টপকানোর সুযোগ
খেলা ডেস্ক
১৯ এপ্রিল ২০২৫, ১৭:০১
বাংলাদেশের হয়ে সাদা পোশাকে তিনটি ডাবল সেঞ্চুরি করেছেন মুশফিকুর রহিম। যার দুটোই করেছেন জিম্বাবুয়ের বিপক্ষে। রোডেশিয়ানদের সঙ্গে দেশের মাটিতে সবশেষ টেস্ট সিরিজে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন এ ব্যাটার। টেস্টে ক্রিকেটে অন্যান্য দেশের তুলনায় জিম্বাবুয়ের বিপক্ষেই মুশির ব্যাটিং গড় সবচেয়ে বেশি।
লাল বলের ক্রিকেটে জিম্বাবুয়ের বিপক্ষে ১০ ম্যাচ খেলেছেন মুশফিকুর রহিম। তাতে ১৮ ইনিংসে ৫৭.১৩ গড়ে ৮৫৭ রান করেছেন এই অভিজ্ঞ ক্রিকেটার। এর মধ্যে ২টি সেঞ্চুরির সঙ্গে ফিফটির সংখ্যা ৩টি। শতকের দুটোই আবার ডাবল সেঞ্চুরি। ২০১৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ৯৩ রানে আউট হয়েছেন এই ব্যাটার।
জিম্বাবুয়ের বিপক্ষে সাদা পোশাকে রানের বিবেচনায় মুশফিকের অবস্থান চতুর্থ। এ তালিকায় সবার উপরে আছেন সাবেক শ্রীলঙ্কান অধিনায়ক মারভান আতাপাত্তু। জিম্বাবুয়ের বিপক্ষে ১০ টেস্টে ১৫ ইনিংসে ১১৪৫ রান করেছেন এই ব্যাটার। নজরকাড়া ৯৫.৪১ গড়ের সঙ্গে শতকের সংখ্যা পাঁচটি।
লঙ্কান কিংবদন্তির পরেই এ তালিকায় অবস্থান করছেন ভারতের সাবেক কাপ্তান রাহুল দ্রাবিড়। জিম্বাবুয়ের বিপক্ষে ৯ টেস্টে ১৩ ইনিংসে ৯৭৯ রান করেছেন এই ভারতীয়, যেখানে ব্যাটিং গড় ছিল ৯৭.৯০। তালিকার তৃতীয় স্থানে রয়েছেন ক্রিকেটের বরপুত্র শচীন টেন্ডুলকার। ১৪ ইনিংসে ৭৬ গড়ে ৯১৮ রান করেছেন ভারতের কিংবদন্তি ওপেনার।
সাদা পোশাকে জিম্বাবুয়ের বিপক্ষে শচীনের পরেই আছেন মুশফিকুর রহিম। বাংলাদেশের ব্যাটিং স্তম্ভের রান ৮৫৭। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজে ৬২ রান করলেই শচীনকে টপকে যাবেন জার্সি নাম্বার ফিফটিন। এমনকি ১২৩ রান করতে পারলেই কিংবদন্তি রাহুল দ্রাবিড়কেও ছাড়াবেন এই ক্রিকেটার।
মুশফিক ছাড়াও জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাট হাতে বেশ উজ্জ্বল মুমিনুল হক। সাবেক টেস্ট ক্যাপ্টেনের সবচেয়ে বেশি ব্যাটিং গড়ও জিম্বাবুয়ের বিপক্ষে। মাত্র ৮ ম্যাচে প্রায় ৫৮ গড়ে ৭৫৭ রান করেছেন এই ক্রিকেটার। নতুন সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাট হাতে চড়াও হলে শচীনকেও ছুঁতে পারেন এই ব্যাটার।
এমআই