Advertisement
Us Bangla Airlines
মুশফিকের নিবেদন: ২ দিন আগেই যাচ্ছেন সিলেটে

মুশফিকের নিবেদন: ২ দিন আগেই যাচ্ছেন সিলেটে

খেলা ডেস্ক

০৯ এপ্রিল ২০২৫, ১৩:১৩

বাংলাদেশ জাতীয় দলের সবচেয়ে পরিশ্রমী ক্রিকেটার মুশফিকুর রহিম। ত্যাগ-তিতিক্ষা আর দলের প্রতি নিবেদন নিয়ে মুশফিকের সঙ্গে তুলনা হয় না। দলের ঐচ্ছিক অনুশীলনেও নিয়মিত মুখ এই ক্রিকেটার। এছাড়া আনুষ্ঠানিক কার্যক্রমে সবার আগে দেখা মিলে মুশফিকের।

শৃঙ্খলা, সময়ানুবর্তিতা, পরিশ্রম- সবমিলিয়ে উঠতি ক্রিকেটারদের জন্য মুশফিক এক অন্যন্য উদাহরণ। এবার নিবেদনের আরেক গল্প যেন জানাতে চলেছেন এই উইকেটরক্ষক ব্যাটার।

জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশ তাদের প্রস্তুতি শুরু করবে আগামী ১২ এপ্রিল। দলের প্রস্তুতির ভেন্যু সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম। তবে ডিপিএলের জন্য কিছু ক্রিকেটার ১৩ এপ্রিল দলের সঙ্গে যোগ দিবেন। কিন্তু জাতীয় দলের প্রতি নিবেদন থেকে দুই দিন আগেই সিলেটে যাচ্ছেন মুশফিক।

ব্যাট হাতে লম্বা সময় ধরে রান খরায় ভুগছেন এই উইকেটরক্ষক ব্যাটার। বিপিএলে এককালের সর্বোচ্চ রান সংগ্রাহক মুশিকে এবার যেন খুঁজেই পাওয়া যায়নি। চ্যাম্পিয়নস ট্রফিতেও বিবর্ণ ছিলেন মুশফিকুর রহিম। দুই ম্যাচেই তার আউট হওয়ার ধরন ছিল বেশ দৃষ্টিকটু। এরপরই ওয়ানডে ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন তিনি।

চ্যাম্পিয়নস ট্রফির পর ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলতে নেমে খুব একটা সুবিধা করতে পারেননি মুশফিকুর রহিম। মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে ৫ ইনিংসে ২৪.৫ গড়ে করেছেন ৯৮ রান। ফলে জিম্বাবুয়ে সিরিজের আগে নিজের ব্যাটিংয়ের ভুলত্রুটি শুধরে নিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন এই মিডল অর্ডার ব্যাটার।

সিলেটে যাওয়ার আগে অবশ্য রানের দেখা পেয়েছেন মুশফিকুর রহিম। আজ বিকেএসপির ৩ নং মাঠে অগ্রণী ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৫৭ বলে অপরাজিত ৭৫ রান করেছেন তিনি। রান পাওয়ার দিনে ৬ বাউন্ডারির সঙ্গে ১ ছক্কা হাঁকিয়েছেন এই ব্যাটার। তাতে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামার আগে নির্ভার থাকতে পারেন এই ক্রিকেটার।

আগামী ২০ এপ্রিল সিলেটে সিরিজের প্রথম টেস্টে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর আগামী ২৮ এপ্রিল চট্টগ্রামে সিরিজের শেষ টেস্ট মাঠে গড়াবে।

এমআই