
‘টি-টোয়েন্টি ম্যাচ শেষ হলে ওয়ানডে খেলবো’
খেলা ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০২৫, ২১:২৪
বিসিবির বোর্ড সভা শেষে আসন্ন বিসিবি নির্বাচনের ঘোষণা এসেছে গতকাল। সবকিছু ঠিক থাকলে আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। এ ঘোষণা পরবর্তীতে আজ (মঙ্গলবার) বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, তিনি আসন্ন নির্বাচনে অংশ নেবেন।
নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তের পেছনের কারণ ব্যাখ্যা করে বুলবুল বলেন, যেসব কাজ তিনি শুরু করেছেন, সেগুলো ইতিবাচকভাবে এগিয়ে চলেছে। এই ধারা ধরে রাখতেই তিনি নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন।
বিকেলে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বুলবুল বলেন, ‘টেস্ট বা টি-টোয়েন্টি খেলা... আমি বলেছিলাম কুইক ইনিংস খেলার। সেটা এখনও শেষ হয়নি। কুইক ইনিংসটা শেষ হোক। আর যদি কন্টিনিউ করতে হয়, টি-টোয়েন্টি থেকে ফিফটিতে (৫০ ওভারের ক্রিকেটে) যাবো।’
উল্লেখ্য, জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মাধ্যমে বিসিবির কাউন্সিলর হিসেবে মনোনয়ন পেয়েছিলেন আমিনুল ইসলাম বুলবুল। সেখান থেকে পরবর্তীতে বোর্ড সভাপতির দায়িত্ব পান তিনি। এবারের নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, এখনও জাতীয় ক্রীড়া পরিষদের সঙ্গে তার কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি।
বুলবুল বলেন, ‘আমি শুধু প্রকাশ করেছি যে, সম্ভব হলে আমি নির্বাচন করবো। আমি জানি না এখনও কীভাবে করব। তবে আমি যে কাজগুলো শুরু করেছিলাম, সেগুলো ভালোভাবে এগিয়ে চলেছে। মনে হচ্ছে, এই কাজগুলো যেন আরও এগিয়ে নিতে পারি।’
এমআই