Advertisement
Us Bangla Airlines
বিপিএলে দেশি কোচদের লড়াই, থাকছেন না সালাহউদ্দিন

বিপিএলে দেশি কোচদের লড়াই, থাকছেন না সালাহউদ্দিন

খেলা ডেস্ক

২৮ ডিসেম্বর ২০২৪, ১৮:২৯

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বাকি আর দুই দিন। আগামী ৩০ ডিসেম্বর ফরচুন বরিশাল-দুর্বার রাজশাহীর ম্যাচ দিয়ে বিপিএলের এবারের আসরের পর্দা নামবে। দেশসেরা এ টুর্নামেন্টকে সামনে রেখে ইতোমধ্যে অনুশীলনে ব্যস্ত হয়ে পড়েছে ফ্র্যাঞ্চাইজি দলগুলো। খেলোয়াড়দের দিকনির্দেশনা প্রদান আর পরিকল্পনার ছক আঁকতে কোচরাও কাটাচ্ছেন ব্যস্ত সময়।

আসন্ন বিপিএলে মোট সাতটি ফ্র্যাঞ্চাইজি দল অংশগ্রহণ করবে। এদের মধ্যে প্রতিটি দলেই বিভিন্ন বিভাগে থাকছেন দেশি কোচ। এমনকি চারটি দলের হেড কোচের দায়িত্বে দেখা যাবে স্থানীয়দের। বাকি তিন দলে থাকবেন বিদেশি কোচ। এছাড়া মেন্টর হিসেব দেখা যাবে শহীদ আফ্রিদির মতো বড় তারকাকে। 

বিপিএলে হেড কোচের দায়িত্বে বিদেশি বড় নাম নতুন কিছু নয়। এর আগে টম মুডি, মাহেলা জয়াবর্ধনে, ল্যান্স ক্লুজনার, ওয়াকার ইউনিসের মতো কিংবদন্তি কোচরা বিপিএলের বিভিন্ন দলে কোচের দায়িত্ব পালন করেছেন। ২০১৩ সালে চিটাগাং কিংসের শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হয়েছিলেন ক্যারিবীয় কিংবদন্তি ব্রায়ান লারা।

কোচদের দায়িত্বে থাকা এতসব বড় নাম ছাপিয়ে বিপিএলে সাফল্যের তালিকায় শীর্ষে আছেন দেশি কোচ। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে কাজ করা মোহাম্মদ সালাহউদ্দিন এখন পর্যন্ত জিতেছেন চারটি শিরোপা। যা বিপিএলের ইতিহাসে একজন কোচের হয়ে সর্বোচ্চ। তবে আসন্ন বিপিএলে অংশগ্রহণ করবে না কুমিল্লা ভিক্টোরিয়ান্স। পাশাপাশি জাতীয় দলে সহকারী কোচের দায়িত্ব নেওয়ায় এবারের বিপিএলের বাইরে থাকবেন কোচ সালাহউদ্দিন। 

কুমিল্লার সাবেক কোচ না থাকলেও বিপিএলে থাকছেন চার দেশি কোচ। ফরচুন বরিশালের দায়িত্বে আছেন মিজানুর রহমান, যিনি ঘরোয়া ক্রিকেটে একজন সফল কোচ। আর ঢাকা ক্যাপিটালসের হাল ধরছেন অভিজ্ঞ খালেদ মাহমুদ সুজন। মিজান ও সুজনের রয়েছে বিপিএলের অতীত আসরে দলকে চ্যাম্পিয়ন করার অভিজ্ঞতা। গত আসরের মতো এবারও খুলনাকে পরিচালনা করবেন তালহা জুবায়ের। সিলেটের দায়িত্ব পেয়েছেন দেশি কোচ মাহমুদ ইমন।

বিদেশি কোচ হিসেবে বিপিএলে এবারও থাকছে বড় নাম। পাকিস্তানের সাবেক তারকা ব্যাটার ইজাজ আহমেদের হাতে দুর্বার রাজশাহীর দায়িত্বভার দিয়েছে ফ্র্যাঞ্চাইজি দলটি। চিটাগাং কিংসের ডাগআউট এবার থাকবেন অস্ট্রেলিয়ার সাবেক গতি তারকা শন টেইট।  পাকিস্তান জাতীয় দলের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করা এ অজি তারকার বিপিএলে কাজ করার অভিজ্ঞতা রয়েছে।

রংপুর রাইডার্সের প্রধান কোচ হিসেবে আছেন দক্ষিণ আফ্রিকান কোচ মিকি আর্থার। পাকিস্তান, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা দলের কোচ হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা তাঁর। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও তাঁর অবদান কম নয়। সম্প্রতি গায়ানায় গ্লোবাল টি-টোয়েন্টি সুপার লিগে রংপুর রাইডার্সের দায়িত্ব নিয়ে শিরোপা এনে দিয়েছেন। তবে বিপিএলে এবার বিদেশিদের ছাপিয়ে দেশি কোচদের লড়াইটাই বেশি জমে উঠবে।

এমআই