
দুই হাতে বল করতে পারা বাংলাদেশি ক্রিকেটারকে চিনতেন?
খেলা ডেস্ক
১৮ জুন ২০২৫, ১৬:৪৫
বাংলাদেশের বিপক্ষে টেস্ট ক্রিকেট অভিষেক হয়েছে থারিন্দু রত্নায়েকের। শ্রীলঙ্কার এই স্পিনারের বিশেষত্ব- তিনি দুই হাতে বল করতে পারেন। ক্রিকেটীয় ভাষায়, দুই হাতে বল করতে পারা ক্রিকেটারকে ‘আম্বিডেক্সট্রাস বোলার’ বলা হয়। লঙ্কান টেস্ট স্কোয়াডে আম্বিডেক্সট্রাস বোলারের সংখ্যা দুই জন।
অভিষিক্ত থারিন্দু রত্নায়েকে ছাড়াও বোলিং অলরাউন্ডার কামিন্দু মেন্ডিস রয়েছেন এই তালিকায়। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি সম্প্রতি আইপিএলে দুই হাতে বল করে আলোচনায় এসেছেন কামিন্দু মেন্ডিস। এবার অভিষেক ম্যাচে দুই হাতে বল করে আলো কেড়েছেন থারিন্দু রত্নায়েকে।
ম্যাচের প্রথম ইনিংসে বাংলাদেশের চার উইকেট শিকার করেছে শ্রীলঙ্কা। যার দুটোই তুলেছেন দুই হাতে বল করা থারিন্দু। গতকাল ম্যাচের প্রথম দিনে সাদমান ইসলাম ও মুমিনুল হককে সাজঘরে ফিরিয়েছেন ২৯ বছরের এ বোলার। ডানহাতে অফব্রেকের সঙ্গে বাঁহাতে স্লো অর্থোডক্স স্পিন করেন তিনি।
সাদমান, মুমিনুলকে ডানহাতে বলে করে আউট করেছেন তিনি। ব্যক্তিগত ১৫.৫ ওভার ডানহাতে অফস্পিন করার পর হাত বদলে বাঁহাতে টেস্ট ক্রিকেটে নিজের প্রথম ডেলিভারিটি দেন থারিন্দু। মুশফিক-শান্তকে টানা বাঁহাতে বল করলেও পরবর্তী সময়ে আর কোনো উইকেট পাননি তিনি।
থারিন্দু রত্নায়েকের অভিষেকের পর ক্রিকেটাঙ্গনে দুই হাতে বল করতে পারা ক্রিকেটারদের নিয়ে আলোচনা ওঠেছে। এ তালিকায় বাংলাদেশি ক্রিকেটারও রয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে যিনি ইতোমধ্যে দুই হাতে বল করে আলোচনায় এসেছেন। তিনি বাংলাদেশ নারী দলের ক্রিকেটার শায়লা শারমিন।
২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি, আইসিসি নারী বিশ্বকাপ কোয়ালিফায়ার টুর্নামেন্টে দুই হাতে বোলিং করে আলোচনায় আসেন এই ক্রিকেটার। পাকিস্তানের বিপক্ষে সেই ম্যাচে ২৯তম ওভারে প্রথম বলটি বাঁ হাতে করেছিলেন শায়লা শারমিন। পরের দুটি বলও বাঁহাতেই করেছেন তিনি। কিন্তু ওই ওভারের চতুর্থ বলে পুরো ডানহাতি অফ স্পিনার বনে গেলেন এই বোলার।
দুই হাতে বোলিং করতে পারে, এমন বোলার ক্রিকেটেই বিরল। শ্রীলঙ্কার কামিন্ডু মেন্ডিস, ভারতের অক্ষয় কারনেওয়ার ও পাকিস্তানের ইয়াসির জানের নাম জানা গেছে এর আগে। মেয়েদের ক্রিকেটে সেটি তো আরও দুর্লভ। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম দুই হাতে বল করে বিশ্ব রেকর্ড গড়েছিলেন শায়লা শারমিন।
ভারতের ঘরোয়া ক্রিকেটে অক্ষয় কারনেওয়ার এবং মোকিত হরিহরন, জিম্বাবুয়ের চার্লস কুনজে, শ্রীলঙ্কার শ্যামসুন্দর কৃষ্ণাশ্রিরাম ও দেশান ফার্নান্দো, নিউজিল্যান্ডের লেচি বেইলিরাও আছেন দুই হাতে বল করার তালিকায়। এছাড়া বাংলাদেশের নেটে দুই হাতে বল করার চেষ্টা করেছেন পেসার হাসান মাহমুদ।
এমআই