Advertisement
Us Bangla Airlines
ছয় বছর টেস্ট না খেলা ক্রিকেটারকে দলে ফেরাল শ্রীলঙ্কা
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা

ছয় বছর টেস্ট না খেলা ক্রিকেটারকে দলে ফেরাল শ্রীলঙ্কা

খেলা ডেস্ক

১৫ জুন ২০২৫, ১৯:১৪

গুঞ্জনটা আগেই ছিল। বাংলাদেশ সিরিজ দিয়ে পুনরায় টেস্ট ক্রিকেটে ফিরছেন আকিলা ধানাঞ্জয়া। এবার সেই আকিলাকে দলে রেখেই ১৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। যেখানে এই ডানহাতি এই স্পিনার টেস্ট দলে ফিরছেন প্রায় ছয় বছর পর।

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে শ্রীলঙ্কা। ম্যাচের দুই দিন আগে প্রথম ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে স্বাগতিকরা। আগামী ১৭ জুন থেকে সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। ভেন্যু হিসেবে থাকছে গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্কোয়াড ঘোষণা করল বিসিবি

সিরিজের প্রথম ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিবেন লঙ্কান কিংবদন্তি অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস। গেল মাসে সামাজিকমাধ্যমে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। ম্যাথিউস ক্যারিয়ারের সবশেষ ম্যাচ খেললেও নতুন শুরু করতে যাচ্ছেন আকিলা ধানাঞ্জয়া।

নিউজিল্যান্ডের বিপক্ষে ২০১৯ সালে সবশেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন এই স্পিনার। সেই ম্যাচে ছয় উইকেট পেলেও আর সাদা পোশাকে খেলা হয়নি তার। এবার পাঁচ বছর ১০ মাস পর টেস্ট ক্রিকেটে ফিরছেন তিনি। সময়ের হিসেবে দুই হাজার ১৩০ দিন পর মাঠে নামতে যাচ্ছেন এই স্পিনার।

আগামী ১৭ জুন সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে। বাকি টেস্ট ম্যাচটি শুরু হবে ২৫ জুন থেকে। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সাদা পোশাকের শেষ ম্যাচ খেলবে উভয় দল।

একনজরে শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াড

পাথুম নিসাঙ্কা, ওশাদা ফার্নান্দো, লাহিরু উদারা, দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কুসল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, পসিন্দু সুরিয়াবান্দারা, সোনাল দিনুশা, পবন রথনায়েক, প্রবাথ জয়সুরিয়া, থারিন্দু রত্নায়েকে, আকিলা ধানাঞ্জয়া, মিলন রথনায়েক, অসিথা ফার্নান্দো, কাসুন রাজিথা, ঈশিতা ভিজেসুন্দরা।

এমআই