Advertisement
Us Bangla Airlines
আয়ারল্যান্ডের এমন জয় আগে দেখা যায়নি

আয়ারল্যান্ডের এমন জয় আগে দেখা যায়নি

খেলা ডেস্ক

২২ মে ২০২৫, ১৪:১১

তিনটি ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আয়ারল্যান্ড সফর করেছে ওয়েস্ট ইন্ডিজ। গতকাল (২১ মে) ডাবলিনে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুরুর ম্যাচেই ক্যারিবিয়ানদের বড় ব্যবধানে হারিয়েছে পল স্টার্লিংয়ের দল। তাতে ওয়ানডে ফরম্যাটে ইতিহাসও গড়েছে আইরিশরা।

এদিন টসে হেরে শুরুতে ব্যাটিং করে আয়ারল্যান্ড। অ্যান্ড্রু বালবির্নি ও অধিনায়ক স্টার্লিংয়ের শতরানের ওপেনিং জুটিতে ভালো শুরু পায় আইরিশরা। তাতে নির্ধারিত ৫০ ওভার ব্যাট করে ৬ উইকেটে ৩০৩ রানের বিশাল পুঁজি পায় পল স্টার্লিংয়ের দল। জবাবে ১৭৯ রানেই গুটিয়ে যায় ক্যারিবীয়দের ইনিংস।

ক্যারিবিয়ানদের আত্মহননে ১২৪ রানের ব্যবধানে জয়ে পেয়েছে আয়ারল্যান্ড। তাতেই ইতিহাস গড়েছে স্টার্লিং-টেক্টররা। আইসিসির পূর্ণ সদস্য কোনো দলের বিপক্ষে একশ বা এর বেশি রানে এবারই প্রথম জয় পেয়েছে আয়ারল্যান্ড। এর আগে ২০০৭ সালে বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ ৭৪ রানের ব্যবধানে জিতেছে আইরিশরা।

এদিকে ক্যারিবিয়ানদের বিপক্ষে গতকাল  অধিনায়ক স্টার্লিং ৫৪ রানে আউট হলেও, শতক তুলে নেন অ্যান্ড্রু বালবির্নি। ১৩৮ বলে ১১২ রানে আউট হন তিনি। মিডল অর্ডারে নেমে হ্যারি টেক্টর করেন ৫১ বলে ৫৬ রান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে গুডাকেশ মোটি ২টি উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতেই ৩১ রানে ৫ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। অধিনায়ক শাই হোপ, ব্র্যান্ডন কিং, কেসি কার্টি, আমির জাঙ্গু এবং অ্যাকিল হোসেন দ্রুত বিদায় নেন। এরপর রোস্টন চেজ ৫৫ ও ম্যাথিউ ফোর্ড ৩৮ রান করে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে দলের বড় হার এড়াতে পারেননি। 

আয়ারল্যান্ডের পেসার ব্যারি ম্যাকার্থি ৮ ওভারে ৩২ রানে ৪টি উইকেট নেন। টম মায়েস ও মার্ক অ্যাডায়ার নেন দুটি করে উইকেট।

এমআই