
একাধিক চমকসহ বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড ঘোষণা
খেলা ডেস্ক
২৩ জুন ২০২৫, ১১:৪২
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। ৫০ ওভারের সিরিজকে ঘিরে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাঁচ পেসার আর দুই স্পিনারের এই স্কোয়াডে একাধিক চমক রেখেছে গাজী আশরাফ লিপুর নির্বাচক প্যানেল।
বাংলাদেশের ওয়ানডে স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেয়েছেন বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। প্রায় দুই বছর পর ওয়ানডে একাদশে ফিরেছেন ওপেনার নাইম শেখ। ২০২৩ সালের শ্রীলঙ্কা সিরিজে সবশেষ খেলেছেন তিনি। লঙ্কা সিরিজ দিয়েই দলে ফেরা হলো তাঁর।
বাঁহাতি মিডল অর্ডার ব্যাটার শামীম পাটোয়ারীর ফেরাটাও প্রায় দুই বছর পর। ২০২৩ সালে ভারতের বিপক্ষে সবশেষ ওয়ানডে ম্যাচ খেলেছেন তিনি। এরপর অফফর্মে বাদ পড়েন এই বিধ্বংসী ব্যাটার। তবে বিপিএল ও ডিপিএলে ভালো পারফর্ম করায় দলে ফিরেছেন তিনি।
চ্যাম্পিয়নস ট্রফিতে সবশেষ ওয়ানডে ম্যাচ খেলেছিল বাংলাদেশ দল। সেখানে ব্যর্থ হওয়ায় এই ফরম্যাট থেকে অবসর নেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। দুই অভিজ্ঞ ক্রিকেটারের বিদায়ে স্কোয়াডে পরিবর্তন আসার আভাস আগেই ছিল।
মুশফিক-রিয়াদের পরিবর্তে মিডল অর্ডার সামলাতে দলে ফিরেছেন লিটন দাস এবং শামীম পাটোয়ারী। তবে লিটন ওপেনিং না মিডলে খেলবেন, তা এখনো পরিষ্কার নয়। নাইম শেখ ফিরেছেন সৌম্য সরকারের জায়গায়। এখনো ইনজুরি কাটিয়ে ওঠতে পারেননি সৌম্য।
বাঁহাতি স্পিনার তানভীর ইসলামকে জায়গা দিতে গিয়ে একাদশ থেকে বাদ পড়েছেন নাসুম আহমেদ। চ্যাম্পিয়নস ট্রফিতে নাসুম ১৫ জনের স্কোয়াডে থাকলেও তার খেলা হয়নি। একই স্কোয়াডে পেসার হাসান মাহমুদ না থাকলেও তিনি ফিরেছেন শ্রীলঙ্কার ওয়ানডে সিরিজে।
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন দাস, জাকের আলি অনিক, শামীম পাটোয়ারী, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, নাহিদ রানা, হাসান মাহমুদ।
এমআই