Advertisement
Us Bangla Airlines
পন্টিং-ব্র্যাডম্যানদের কাতারে নাজমুল, টেস্টে বিরল রেকর্ড!

পন্টিং-ব্র্যাডম্যানদের কাতারে নাজমুল, টেস্টে বিরল রেকর্ড!

খেলা ডেস্ক

২১ জুন ২০২৫, ১৬:০১

সেঞ্চুরির জন্য মাত্র ১১ রান বাকি, তখনই বেরসিক বৃষ্টির হামলা। দফায় দফায় বৃষ্টি হওয়া নাজমুলের আক্ষেপটা যেন আরও বাড়িয়ে দিচ্ছিলো। তবে আঁধার কেটে মাঠে আলো ফিরেছে। পুনরায় শুরু হয়েছে খেলা। সেঞ্চুরি করতে সাবধানী শুরু করেছেন নাজমুল হোসেন শান্ত। সিঙ্গেল নিয়েই ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি করেছেন এই ক্রিকেটার।

টেস্ট ক্যারিয়ারে এক ম্যাচে দুই সেঞ্চুরি হাঁকানো দ্বিতীয় ক্রিকেটার শান্ত। তবে সাদা পোশাকে দ্বিতীয়বারের মতো এ কীর্তি গড়লেন বাংলাদেশ অধিনায়ক। ২০২৩ সালে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে প্রথম ইনিংসে করেছিলেন ১৭৬ আর দ্বিতীয় ইনিংসে থেমেছিলেন ১২৪ রানে।

৫৬৭ দিন পর সেঞ্চুরির দেখা পেলেন শান্ত

এবার শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে প্রথম ইনিংসে ১৪৮ রানের পর দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১২৫ রানে থেমেছেন তিনি। তাতে বিরল রেকর্ডে নাম লেখালেন এই ক্রিকেটার।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে ১৬তম এবং বাংলাদেশের প্রথম অধিনায়ক হিসেবে দুইবার এক টেস্টে জোড়া সেঞ্চুরি করার রেকর্ড গড়েছেন তিনি। বাংলাদেশের ২৫ বছরের টেস্ট ইতিহাসে এমন রেকর্ড করতে পারেননি কোনো ক্রিকেটার। এমনকি ১৪৮ বছরের টেস্ট ইতিহাসে এর আগে এমন রেকর্ড করতে পেরেছেন মাত্র ১৫ ক্রিকেটার।

৪৫ রানে তিন উইকেট হারিয়েও চালকের আসনে বাংলাদেশ

ইতিহাসে এমন কীর্তি তিনবার করেছেন সাবেক অজি অধিনায়ক রিকি পন্টিং। এছাড়া অ্যালান বর্ডার, ডন ব্র্যাডম্যান, গ্রেগ চ্যাপেল, ইয়ান চ্যাপেল, ধনঞ্জয়া ডি সিলভা, সুনীল গাভাস্কার, গ্রাহাম গুচ, ইনজামাম-উল-হক, বিরাট কোহলি, অ্যালান মেলভিল, মিসবাহ-উল-হক, নাজমুল হোসেন শান্ত, ববি সিম্পসন, ব্রেন্ডন টেইলর ও মাইকেল ভন দুইবার এক টেস্টে জোড়া সেঞ্চুরি করেছেন।

এমআই