Advertisement
Us Bangla Airlines
ধবলধোলাই হয়েও ৪ পুরস্কার পেলেন টাইগার ক্রিকেটাররা

ধবলধোলাই হয়েও ৪ পুরস্কার পেলেন টাইগার ক্রিকেটাররা

খেলা ডেস্ক

০৩ জুন ২০২৫, ১৩:০৭

বাংলাদেশের পাকিস্তান সফরের দুঃসহ স্মৃতি আলাদা করে মনে করিয়ে দেওয়ার কিছু নেই। শাদাবদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সবগুলোই হেরেছে বাংলাদেশ দল। আরব আমিরাত সিরিজে হার এবং পাকিস্তানে ধবলধোলাই হওয়ার পর গতকাল দেশে ফিরেছে শান্ত-লিটনরা।

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ধরাশায়ী হয়েও চারটি পুরস্কার পেয়েছিল বাংলাদেশি ক্রিকেটাররা। এর মধ্যে একাধিক পুরস্কার বাগিয়েছেন পুরো সিরিজে নিজের ছায়ায় আটকে থাকা রিশাদ হোসেন। এছাড়া তানজিম হাসান সাকিব ও পারভেজ ইমন একটি করে পুরস্কার পেয়েছিলেন।

সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ে ভালো শুরুর পর ধসে ডুবেছে বাংলাদেশ দল। বিনা উইকেট ৪৪ রান করা টাইগারদের স্কোর আচমকা ৭৭ রানে ৭ উইকেটে দাঁড়িয়েছিল। তাতে শতরানের আগেই অলআউট হওয়ার আশঙ্কা দেখা গিয়েছিল। কিন্তু সেই ম্যাচে ৯-এ নামা তানজিম সাকিব দুর্দান্ত ব্যাটিং করেন।

এক বাউন্ডারি আর ৫ ছক্কায় ৩০ বলে ফিফটি করেছিলেন তানজিম হাসান সাকিব। ম্যাচ শেষে এই ক্রিকেটার ‘স্ট্রাইকার অব দ্য ম্যাচ’ পুরস্কার পেয়েছেন।

সিরিজের শেষ ম্যাচে তিনটি পুরস্কার জিতেছেন টাইগার ক্রিকেটাররা। ওপেনিংয়ে নেমে পাকিস্তানি বোলারদের পরীক্ষা নেওয়া পারভেজ হোসেন ইমন জিতেছেন ‘এনার্জেটিক ব্যাটার অব দ্য ম্যাচ’ পুরস্কার। এ ম্যাচে ৩৪ বলে সাত চার আর চার ছক্কায় ৬৬ রান করেছিলেন এ বাঁহাতি ব্যাটার।

এছাড়া শেষ ম্যাচে ‘ফিল্ডার অব দ্য ম্যাচ’ এবং ‘ক্যাচ অব দ্য ম্যাচ’ পুরস্কার জিতেছিলেন রিশাদ হোসেন। ম্যাচের প্রথম ওভারে ডিপ স্কয়ার লেগে ফিল্ডিং করা রিশাদ দুর্দান্ত ক্যাচ ধরে ওপেনার শাহিবজাদাকে ফিরিয়েছেন। এরপর হাসান নেওয়াজের মিস টাইমিংয়ে অনেক উপরে ওঠা বলটি তালুবন্দী করেছেন রিশাদ হোসেন।

ফিল্ডিংয়ে দুর্দান্ত হলেও বল ও ব্যাটে হাতে যাচ্ছেতাই ছিলেন টাইগার লেগ স্পিনার। তিন ম্যাচে দুই উইকেট শিকার করা রিশাদ ওভার প্রতি ১৩ রানের বেশি খরচ করেছেন। পুরো সিরিজের রিশাদের চেয়ে বেশি খরুচে বোলার আর কেউ ছিলেন না। ব্যাট হাতেও একক সংখ্যার ঘর মাড়াতে পারেননি এই তরুণ অলরাউন্ডার।

এমআই