Advertisement
Us Bangla Airlines
‘কীভাবে বল করতে হবে, আমাদেরকে শিখতে হবে’

‘কীভাবে বল করতে হবে, আমাদেরকে শিখতে হবে’

খেলা ডেস্ক

০২ জুন ২০২৫, ১২:৫৫

সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথা- বাংলাদেশ ক্রিকেটের অবস্থাটা তেমনই। ব্যাটিং ভালো হলে বোলিং খারাপ, বোলিং ভালো হতে ব্যাটারদের করুণ অবস্থা। বোলিং, ব্যাটিং ভালো হলে আবার ফিল্ডিংয়ে যাচ্ছেতাই অবস্থা। পাকিস্তানের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে একই চিত্র দেখা গেল।

আগের দুই ম্যাচে বাজে ব্যাটিংয়ের পর গতকাল দুর্দান্ত শুরু পেয়েছিল বাংলাদেশ। ওপেনিং জুটি থেকেই শতাধিক রান তুলেছিলেন তানজিদ তামিম ও পারভেজ ইমন। ১৫তম ওভারেও বাংলাদেশের রান ছিল ১৫০। কিন্তু শেষ পাঁচ ওভারে ৪৬ রানে তুলে ৪ উইকেট হারিয়েছিল টাইগাররা।

সভাপতি পরিবর্তনের দিনে আইসিসি থেকে দুঃসংবাদ পেল বিসিবি

তাতে দুই শতাধিক রানের দিকে এগিয়ে গেলেও বাংলাদেশ থেমেছিল ১৯৬ রানে। তবে এই রানকেই যথেষ্ট মনে করছিলেন তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমন। কিন্তু ব্যাটিং মোটামুটি ভালো হওয়ার দিনে বোলাররা নিজেদের মেলে ধরতে পারেননি। হাসান-রিশাদদের ছাতুপেটা করেছে পাকিস্তানি ব্যাটাররা।

ব্যাটিং পিচে বাংলাদেশি বোলারদের কীভাবে বল করতে হবে, এবার তা শেখার বানী শুনিয়েছেন অধিনায়ক লিটন দাস।

ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমরা বল ভালো করিনি। আগের দুই ম্যাচে ফিল্ডিং এবং ব্যাটিং ভালো করিনি। আজকে ব্যাটিং ভালো হয়েছে। অবশ্যই আমাদেরকে শিখতে হবে কীভাবে কোন ব্যাটারের বিপক্ষে কীভাবে বল করতে হবে। এসব জায়গায় উন্নতি করতে হবে।’

সিরিজ থেকে ইতিবাচকতা খুঁজতে গিয়ে লিটন বলেছেন, ‘হ্যাঁ অবশ্যই ইমন এবং তামিম ভালো শুরু দিয়েছে। শুধু তারাই নয়। বেশিরভাগই দায়িত্ব নিয়ে খেলেছে এবং তাদের নিজেদের কাজটা করে দিয়েছে।’

লিটন আরও বলেন, ‘হ্যাঁ অবশ্যই দর্শকরা দুর্দান্ত ছিল। সবাই সাপোর্ট করেছে উভয় দলকে। খেলাও উপভোগ করেছে। আশা করি পরে আবার তারা আসবেন। বাংলাদেশের দর্শকদের জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আমরা কোনো ম্যাচ জিততে পারিনি। আশা করি সামনে পারব।’ 

এমআই