Advertisement
Us Bangla Airlines
বিসিবির প্রশাসনে টি-টোয়েন্টি খেলবেন টেস্টের প্রথম সেঞ্চুরিয়ান!

বিসিবির প্রশাসনে টি-টোয়েন্টি খেলবেন টেস্টের প্রথম সেঞ্চুরিয়ান!

খেলা ডেস্ক

৩০ মে ২০২৫, ২০:০৪

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। টেস্টের প্রথম সেঞ্চুরিয়ান হিসেবে সবচেয়ে বেশি পরিচিত তিনি। ক্রিকেটারের বাইরেও একজন ক্রীড়া সংগঠক হিসেবে ভালো নাম ডাক রয়েছে সাবেক এই ক্রিকেটারের। এবার তাকেই বিসিবির সভাপতি পদে আসীন করলো বাংলাদেশ সরকার।

বিসিবির সর্বোচ্চ পদে বুলবুলের দায়িত্ব বেশি দিনের নয়। মাত্র ৩/৪ মাস দায়িত্ব সামলিয়ে নির্বাচন দিয়ে এই পদ থেকে সরে দাঁড়াবেন তিনি। আজ শুক্রবার সবকিছুর আনুষ্ঠানিকতা সেরে বিসিবির সভাপতি পদে বসেছেন সাদা পোশাকে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান।

কাউন্সিলর না হয়েও যেভাবে বিসিবির সভাপতি হতে পারেন আমিনুল

সভাপতি নির্বাচিত হওয়ার পর আজ বিসিবির কার্যালয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেছেন বুলবুল। সেখানে তার কাছে জানতে চাওয়া হয়, এই অল্প সময়ে বাংলাদেশের ক্রিকেটে কী উন্নয়ন করে যেতে চান? জবাবে তিনি বলেন, ‘টেস্ট পাঁচ দিনের খেলা, ওয়ানডে হয় সাত ঘণ্টা। আমি একটা টি-টোয়েন্টি ইনিংস খেলতে চাই।’

তবে নির্দিষ্ট করে তার মেয়াদ জানতে চাইলে এ ব্যাপারে স্পষ্ট করে কিছু বলেননি। নির্ধারিত সময় নিয়ে বুলবুল বলেন, ‘আমি বিসিবির নির্বাচিত সভাপতি। কোনো নির্দিষ্ট টাইমফ্রেম নিয়ে এখানে আসিনি।’

বুলবুলের কাউন্সিলর অনুমোদন, ফেরার সুযোগ নেই ফারুকের?

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে বিসিবির পরিচালক হিসেবে অনুমোদন পেয়ে যাওয়ায় আমিনুল ইসলামের সভাপতি হওয়ার পথ পরিষ্কারই ছিল। বিকেলে বিসিবির জরুরি সভায় পরিচালকদের ভোটে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক।

এ ছাড়া সিনিয়র সহ-সভাপতি হয়েছেন নাজমুল আবেদীন ফাহিম ও সহ-সভাপতি হয়েছেন আরেক পরিচালক ফাহিম সিনহা। 

এমআই