
সাকিবের জাতীয় দলে ফেরা নিয়ে যা জানাল বিসিবি
খেলা ডেস্ক
২৬ মে ২০২৫, ১৮:০১
দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর স্থবির হয়ে পড়ে সাকিবের ক্রিকেট ভবিষ্যত। গেল বছর ভারতের বিপক্ষে টেস্ট খেলার পর জাতীয় দলের জার্সিতে আর খেলতে পারেননি সাকিব। এরপর বোলিং নিষেধাজ্ঞার কারণে লম্বা সময় মাঠের বাইরে ছিলেন এ অলরাউন্ডার। তাতে চ্যাম্পিয়নস ট্রফিতে সুযোগ পাওয়া হাতছাড়া করেন তিনি।
মিনি বিশ্বকাপ শেষ হওয়ার মাসেই সুখবর পেয়েছেন সাকিব আল হাসান। একাধিকবার বোলিং পরীক্ষায় দিয়ে উত্তীর্ণ হয়েছেন এ ক্রিকেটার। এরপর আইপিএলসহ নানান ফ্র্যাঞ্চাইজি লিগে ফেরার তোড়জোড় চালান। অবশেষে পাক-ভারত সংঘাতে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার সুযোগ পেয়ে যান তিনি।
দীর্ঘদিন পর বাইশ গজে ফিরে সাকিব অবশ্য তার সেরা পারফরম্যান্স দেখাতে পারেননি। ব্যাট হাতে ডাহা ব্যর্থ হওয়ার পর বল হাতেও বলার মতো কিছু করতে পারেননি সাকিব। তিন ম্যাচে উইকেট শিকার করেছেন মাত্র একটি। রান খরচেও প্রত্যাশার চেয়ে বেশি এগিয়ে ছিলেন। তবুও সাকিবকে নিয়ে আশা দেখতে চায় বিসিবি।
আজ (সোমবার) এক অনুষ্ঠানে উপস্থিত হন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। সেখানে তার কাছে জানতে চাওয়া হয় সাকিবের সঙ্গে বিসিবির চ্যাপ্টার ক্লোজ কি না। জবাবে বেশ ইতিবাচক উত্তর দিয়েছেন বিসিবির এই পরিচালক।
তিনি বলেন, ‘সাকিবের সঙ্গে বিসিবির চ্যাপ্টার অবশ্যই ক্লোজ নয়। কিন্তু আমাদের যে টিম ম্যানেজমেন্ট এবং টিম সেট আপ আছে, পাশাপাশি অ্যাকশন শোধরানোর পর সাকিব তো এটা প্রথম টুর্নামেন্ট খেলল (পিএসএল), সো এটা সামনে দেখার ব্যাপার। কিন্তু একটা বিষয়, সে একজন বিশ্বমানের খেলোয়াড়।’
‘যে কোনো দলের জন্য সে বড় সম্পদ। সুতরাং আমাদের টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকদের বিবেচনায় সে সবসময় থাকে। অ্যাকশন শোধরানোর পর সাকিব তো এই প্রথম দুটো ম্যাচ খেলল। আরও কয়েকটা ম্যাচ খেলুক, তারপর উত্তর দিতে পারব।’- যোগ করেন তিনি।
এমআই