Advertisement
Us Bangla Airlines
জাতীয় দলে ফিরতে মরিয়া সাকিব, খেলতে চান যতদিন

জাতীয় দলে ফিরতে মরিয়া সাকিব, খেলতে চান যতদিন

খেলা ডেস্ক

১৬ এপ্রিল ২০২৫, ১৬:৩৪

জাতীয় দলের অবধারিত নাম ছিলেন সাকিব আল হাসান। গেল বছর টি-টোয়েন্টি ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন তিনি। এরপর ঘরের মাটিতে প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট এবং চ্যাম্পিয়নস ট্রফি খেলে ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানানোর পরিকল্পনা ছিল তার। কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপট সাকিবের পুরো ক্রিকেট ক্যারিয়ারে ফুলস্টপ টেনেছে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট খেলতে এসে মাঝ পথে ফিরে যান সাকিব। মাঝে বোলিং নিষেধাজ্ঞায় চ্যাম্পিয়নস ট্রফির দলে জায়গা পাননি বিশ্বসেরা অলরাউন্ডার। তবে এখানেই নিজের ক্যারিয়ারের শেষ দেখতে চান না সাকিব আল হাসান। বাংলাদেশের জার্সিতে পুনরায় ফিরতে চান তিনি। এমনকি আরও ১ বছর খেলতে চান এ ক্রিকেটার।

আইসিসির যে আইনে নিষিদ্ধ হলো সাকিবের বোলিং 

দেশের শীর্ষস্থানীয় একটি ইংরেজি পত্রিকা ডেইলি সানে দেওয়া এক সাক্ষাৎকারে জাতীয় দলে খেলার বিষয়ে কথা বলেছেন সাকিব। লাল-সবুজের জার্সিতে পুনরায় খেলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

সাক্ষাৎকারে সাকিব বলেন, ‘আমি এখনো চাই, বাংলাদেশের হয়ে খেলেই ক্রিকেট থেকে অবসর নিতে। যদি কখনো সুযোগ হয়, তাহলে ১-২টি সিরিজ কিংবা আরো ১ বছর খেলার পরিকল্পনা করব। আমার সবথেকে বড় ইচ্ছে হলো, আমার দেশের হয়ে খেলা। সেজন্য আমার সবটুকু বিসর্জন দিতেও রাজি আছি।’

জাতীয় দলে ফিরতে সবটুকু দিয়ে চেষ্টা করছেন সাকিব। তিনি বলেন, ‘এই ইচ্ছে পূরণের জন্য কাজ করছি এবং সবটুকু চেষ্টা চালিয়ে যাচ্ছি। ক্রীড়া উপদেষ্টা, প্রধান উপদেষ্টা এবং বোর্ড সভাপতির সঙ্গে কথা বলছি।’ 

রাজনৈতিক পরিচয়ের জন্য সব হারিয়ে বসা সাকিব প্রশ্ন রেখে বলেছেন, ‘আপনি আমাকে গত ১৮ বছরের ক্রিকেট দিয়ে বিচার করবেন নাকি ছয় মাস দিয়ে বিচার করবেন, সেটা আপনার ওপর। তবে আমি মনে করি, বাংলাদেশের হয়ে খেলার সুযোগটা আমার প্রাপ্য এবং বেশির ভাগ মানুষই চায় আমি দেশের হয়ে খেলে অবসর নিই। আমার বিশ্বাস, আরও এক-দুই বছর খেলতে পারব।’

বাংলাদেশের হয়ে গত বছর সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে কানপুর টেস্টে সর্বশেষ খেলেছেন সাকিব। এরপর রাজনৈতিক কারণ আর বোলিং নিষেধাজ্ঞায় লাল-সবুজের জার্সি গায়ে জড়ানো হয়নি সাকিবের।

এমআই