Advertisement
Us Bangla Airlines
ডিপিএল ইস্যুতে বিসিবির এক হাত নিলেন সাকিব

ডিপিএল ইস্যুতে বিসিবির এক হাত নিলেন সাকিব

খেলা ডেস্ক

১৬ এপ্রিল ২০২৫, ১৩:১০

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দুই ক্রিকেটারের আউট হওয়া নিয়ে ক্রিকেট পাড়ায় বেশ সমালোচনা হয়েছে। ক্রিকেটার, বিশ্লেষক কিংবা বিসিবি কর্মকর্তা- এই সমালোচনা থেকে কেউই থেমে থাকেননি। বিতর্কিত সেই আউট নিয়ে বিসিবিও দিয়েছিল কড়া বার্তা। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

আলোচিত দুই আউটের প্রথমটি ডিপিএলে শাইনপুকুরের ইনিংসের ৩৬তম ওভারে। ক্রিজ ছেড়ে বেরিয়ে খেলার চেষ্টা করেন রহিম আহমেদ। কিন্তু অনেক বাইরে থাকা বলের কাছে যাওয়ার কোনো চেষ্টা ছিল না তার। উইকেটরক্ষক বল ধরেছেন কি না, সেটিও না দেখে সোজা ড্রেসিং রুমের পথে হাঁটা ধরেন তিনি। রহিমের ভাবখানা এমন ছিল যেন আউট হওয়াই তার কাজ।

সাকিবের ডিপিএলে খেলার ঘটনায় নতুন মোড়

এর চেয়েও দৃষ্টিকটু ও সন্দেহজনক ঘটনার জন্ম হয় একই ম্যাচের দশম উইকেটে। অফ স্টাম্পের অনেক বাইরে বল করেন নাঈম ইসলাম। ক্রিজ ছেড়ে বেরিয়ে বল খেলা বা কাছেও যাওয়ার কোনো তাড়না দেখাননি মিনহাজুল আবেদিন সাব্বির। ক্রিজের বাইরে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়েন তিনি। ফেরার কোনো চেষ্টাই করেননি। 

বল গ্লাভসে নিয়ে প্রথম দফায় স্টাম্পের লাগাতে পারেননি গুলশানের উইকেটরক্ষক আলিফ হাসান ইমন। দ্বিতীয়বারের চেষ্টায় স্টাম্প ভাঙেন তিনি। পুরোটা সময় কাছ থেকে দেখলেও ক্রিজের ভেতরে ব্যাট রাখেননি সাব্বির। বরং তিনি যেন অপেক্ষা করছিলেন, কখন আউট করেন কিপার!

ডিপিএলে খেলতে দেশে ফিরছেন সাকিব!

ডিপিএলে প্রকাশ্যে এমন সন্দেহজনক আউট নিয়ে সমালোচনা করেছেন সর্বস্তরের মানুষ। সমালোচনার তোপে বিসিবির রহস্য উদঘাটনের মঞ্চ যেন আরও সমালোচনার জন্ম দিয়েছে। গত বৃহস্পতিবার অভিযুক্ত দুই ক্রিকেটারকে ডেকেছেন বিসিবির দুর্নীতি দমন বিভাগের প্রধান রাইয়ান আজাদ। একাডেমি মাঠে আউট দুটির পুনঃমঞ্চায়ন করে দেখা হয়েছে। এতেই সমালোচনায় মেতেছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান।

ইংরেজি গণমাধ্যম ডেইলি সানে দেওয়া এক সাক্ষাৎকারে সন্দেহজনক আউট নিয়ে সাকিব বলেন, ‘ডিপিএলের শাইনপুকুর ও গুলশান ক্রিকেট ক্লাবের ঘটনার বিষয়টি আমি দেখেছি। কিন্তু খেলোয়াড়দের সন্দেহজনক সেই আউট পুনরায় মঞ্চস্থ করতে বলা হয়েছিল। আমি মনে করি এটা একদমই অর্থহীন।’

সাকিব বলেন, ‘আপনি যদি ফুটেজ দেখেন, তাহলে স্পষ্ট বুঝতে পারবেন কী ঘটেছে। যেকোনো মানুষ যে ক্রিকেট বোঝে, সে এটা ঠিকই ধরতে পারবে। খেলোয়াড়দের ডেকে সেই দৃশ্য আবার পুনরাবৃত্তি করানোর কোনো মানে নেই। অফিসিয়াল কোনো মিটিংয়ে বা জিজ্ঞাসাবাদে তাদের প্রশ্ন করতে পারেন, কিন্তু এভাবে দৃশ্য পুনরায় করানো? কী প্রমাণ করতে চাইছে তারা? আমি বুঝতে পারি না। এত বছর ক্রিকেটের সঙ্গে জড়িত থাকার পর আমি কি পাগল হয়ে গেছি, নাকি ওরাই গেছে?’

এর আগে ডিপিএলে আম্পায়ারের বাজে সিদ্ধান্তে প্রতিবাদ করতে গিয়ে আলোচনায় এসেছিলেন সাকিব আল হাসান। আবাহনীর পক্ষে আম্পায়ারের সিদ্ধান্ত অটল থাকায় সাকিব লাথি মেরে স্টাম্প ভেঙেছিলেন। একই ম্যাচে আম্পায়ারের আরেক সিদ্ধান্তে স্টাম্প উপড়ে ফেলে দিয়েছেন টাইগার অলরাউন্ডার। এবার ডিপিএলের বিতর্কিত আউট নিয়ে বিসিবির কড়া সমালোচনা করলেন সাকিব।

এমআই