Advertisement
Us Bangla Airlines
আইপিএলের ৩ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সাকিবের যোগাযোগ!
ভারতীয় গণমাধ্যমের দাবি

আইপিএলের ৩ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সাকিবের যোগাযোগ!

খেলা ডেস্ক

২২ মার্চ ২০২৫, ২০:৫১

বোলিং নিষেধাজ্ঞার খড়গ মাথায় নিয়ে এতদিন সময় পার করছিলেন সাকিব আল হাসান। গত পরশু সেই নিষোধাজ্ঞা উতরে গেছেন টাইগারদের পোস্টার বয়। ফলে আন্তর্জাতিক ক্রিকেটসহ বিশ্বের যেকোনো টুর্নামেন্টে সাকিবের বল করা নিয়ে আর কোনো বাধা থাকলো না। এখন থেকে একজন পরিপূর্ণ অলরাউন্ডার হিসেবে দলকে প্রতিনিধিত্ব করতে পারবেন সাকিব আল হাসান।

বোলিং নিষেধাজ্ঞা থেকে সাকিব এমন সময়ে মুক্তি পেয়েছেন যখন আইপিএলের আসর শুরু হলো বলে। আজ কলকাতার ইডেন গার্ডেনসে শুরু হচ্ছে আইপিএলের ১৮তম আসর। উদ্বোধনী ম্যাচেই কলকাতার মুখোমুখি হচ্ছে বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জ বেঙ্গালুরু। তবে ম্যাচ শুরুর আগেই সাকিবকে চমক জাগানো খবর দিল ভারতীয় গণমাধ্যম ‘সংবাদ প্রতিদিন’।

গণমাধ্যমটির নিজস্ব সূত্রের বরাতে জানা গেছে, সাকিবকে দলে পেতে চাইছে আইপিএলের তিনটি ফ্র্যাঞ্চাইজি দল। ইতোমধ্যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, রাজস্থান রয়্যালস এবং সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে নাকি আলোচনা করেছেন সাকিব। এই তিনটি দলের যে কোনো একটির হয়ে তাকে আইপিএলে দেখা যেতে পারে।

এ তিন দলে সাকিবের যাওয়ার কারণও রয়েছে। মূলত এই দলগুলোর স্পিন বিভাগ তুলনামূলকভাবে দুর্বল। এদিকে সাকিব বোলিং করার ছাড়পত্র পেয়ে যাওয়ায় তিনি অলরাউন্ডারের ভূমিকা নিতে পারবেন। তবে বিষয়টি এত সহজ নয়। টুর্নামেন্ট চলাকালীন যদি কেউ ইনজুরির কারণে ছিটকে যায়, বা কেউ নাম প্রত্যাহার করে, তবেই সাকিবকে আইপিএলে দেখা গেলেও যেতে পারে।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ইতোমধ্যেই সাকিব নাকি এই তিনটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যোগাযোগ করার পাশাপাশি এটা জানিয়ে দিয়েছেন তার খেলার ব্যাপারে কোনো বাধা নেই। 

বোলিং নিষেধাজ্ঞা থেকে যেভাবে মুক্তি পেলেন সাকিব

উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে সারের হয়ে কাউন্টি খেলতে গিয়ে সাকিবের বোলিংয়ে ত্রুটি ধরা পড়ে। এরপর ডিসেম্বরে তার বোলিং নিষিদ্ধ করা হয়। তারপর বেশ কয়েকবার অ্যাকশনের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে পারেননি তিনি। বোলিং নিষিদ্ধ থাকায় চ্যাম্পিয়নস ট্রফির দলে সুযোগ মিলেনি তার। একইসঙ্গে ফ্র্যাঞ্চাইজি দলগুলোও শুধু ব্যাটার সাকিবকে দলে ভেড়াতে চায়নি।

অবশেষে তৃতীয়বারের বোলিং পরীক্ষায় গত ১৯ মার্চ বোলিংয়ের ছাড়পত্র পান সাকিব আল হাসান। এখন থেকে অলরাউন্ডার হিসেবে খেলতে পারায় সাকিবের সঙ্গে আইপিএলের তিনটি ফ্র্যাঞ্চাইজির যোগাযোগ হয়েছে।

এমআই