Advertisement
Us Bangla Airlines
বিসিবি থেকে বেতনের ৪৮ লাখ টাকা কেন পাননি সাকিব?

বিসিবি থেকে বেতনের ৪৮ লাখ টাকা কেন পাননি সাকিব?

খেলা ডেস্ক

০৪ মার্চ ২০২৫, ১৪:৪৯

বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন সাকিব আল হাসান। ক্রিকেট পাড়ায় প্রায় প্রতিটি দেশের মানুষই সাকিবকে চেনেন। কিন্তু রাজনৈতিক ও নিরাপত্তার কারণে গত আগস্টের পর থেকে দেশের মাটিতে ব্রাত্য হয়ে পড়েছেন এই ক্রিকেটার। ফলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সবশেষ টেস্ট সিরিজেও খেলতে পারেননি তিনি।

ক্রিকেটারদের বেতন বৃদ্ধিসহ নানান ইস্যুতে গতকাল পর্ষদ সভা করেছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী চুক্তিতে কাকে কাকে রাখা হবে তা এক প্রকার চূড়ান্ত করে ফেলেছেন টাইগার ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। সেখান থেকে সাকিবের থাকা-না থাকা নিয়ে প্রশ্ন না আসলেও বাদ পড়াটা অনুমিত। তবুও বেতন ইস্যুতে আলোচনার শিরোনাম হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

সাকিবের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

বিসিবি থেকে বড় অঙ্কের বেতন পাওনা সাকিব আল হাসান। গত আগস্টের দেশব্যাপী আন্দোলনের পর বিসিবি থেকে নির্ধারিত পারিশ্রমিক পাচ্ছেন না এই ক্রিকেটার। সব মিলিয়ে গেল বছরের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত বিসিবি থেকে সাকিবের পাওনা ৪৮ লাখ (ট্যাক্স বহির্ভূত) টাকা। বিসিবির এক কর্মকর্তা ক্রিকবাজকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

বিসিবি সূত্রে জানা যায়, ব্যাংক অ্যাকাউন্ট জব্দ থাকার কারণে গেল বছরের সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর মাসের বেতন পাননি সাকিব আল হাসান। ট্যাক্স বাদ দিলে গেল বছরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে তার পাওনা টাকার পরিমাণ দাঁড়িয়েছে ৪৮ লাখ টাকা।

সাকিবের ডিপিএলে খেলার ঘটনায় নতুন মোড়

সাকিবের বেতন না পাওয়ার বিষয়ে অবগত বিসিবি পরিচালক নাজমূল আবেদীন ফাহিম। সাকিবের বেতন প্রসঙ্গে তিনি বলেন, ‘সে (সাকিব) চুক্তি অনুযায়ী তার বেতনের টাকা পেয়ে যাবে। কারণ আপনি খেলুন বা নাইই খেলুন চুক্তি করা আছে। আর আমরা অবশ্যই চুক্তি অনুযায়ী আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাব।’ 

এমআই