Advertisement
Us Bangla Airlines
‘সাকিব আর খেলতে পারবে না’

‘সাকিব আর খেলতে পারবে না’

খেলা ডেস্ক

২৪ জানুয়ারি ২০২৫, ২০:০৮

ক্যারিয়ারের সায়াহ্নে অবস্থান করছেন সাকিব আল হাসান। ব্যক্তিগত ব্যস্ততায় গত কয়েক বছর লাল বলের ক্রিকেটে বেছে বেছে ম্যাচ খেলেছেন। এর মাঝেই যোগ দিয়েছিলেন দেশের রাজনীতিতে। তাতে বাইশ গজের ব্যস্ততায় কিছুটা শিথিলতা টানতে চেয়েছিলেন এই অলরাউন্ডার। পূর্ব ঘোষণা অনুযায়ী, গত টি-টোয়েন্টি বিশ্বকাপে কুড়ি ওভারের ক্রিকেটে শেষ ম্যাচটা খেলেছিলেন সাকিব আল হাসান।

টেস্ট ক্রিকেটেও ইতি টেনেছিলেন আকস্মিকভাবে। ঘরের মাটিতে শেষ টেস্ট খেলতে চাইলেও ভারতেই সাকিবের সাদা পোশাকে সমাপ্তি ঘটে। পতিত সরকারি দলের সংসদ সদস্য হয়ে জনরোষের মুখে পড়ে দেশে আসা বন্ধ হয়েছে তাঁর। এরপরই দুঃসময়ের মঞ্চে নায়ক বনে যান সাকিব। ক্যারিয়ারের পড়ন্ত বেলায় মিলেছে বোলিংয়ে নিষেধাজ্ঞা। মাঝে অ্যাকশন নিয়ে দুইবার পরীক্ষা দিয়েও পাস করতে পারেননি তিনি।

চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিতে চেয়েছিলেন সাকিব। কিন্তু আইসিসির এই টুর্নামেন্টের একাদশেই জায়গা মিলেনি তাঁর। বাংলাদেশের ক্রিকেটে যে সাকিব বছরখানেক আগেও রাজমুকুট হিসেবে ছিলেন, তিনি এখন ক্ষণগণনার বাইরে। তাতে বাইশ গজে সাকিবের ফিরে আসাটা অসম্ভব বলা চলে। এমনটা ধারণা করছেন ঢাকা ক্যাপিটালসের কোচ খালেদ মাহমুদ সুজনও। তার অভিমত, সাকিব আর কখনও ক্রিকেটে ফিরতে পারবেন না। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সে বিশ্বসেরা অলরাউন্ডার। তবে এক দিন তাকে অবসর নিতে হবে। চিটাগং কিংস তাকে পায়নি, বড় ক্ষতি হয়েছে তাদের। তাকে সরাসরি দলে টেনেছিল দলটা। তারা পরিস্থিতিটা বুঝলে অন্য কাউকে দলে ভেড়াত। তার মতো খেলোয়াড় দলে থাকা মানে অনেক বড় বিষয়। তবে সময় সবকিছু ঠিক করে দেয়।’ 

বয়স, নিষেধাজ্ঞা, একাদশে জায়গা না পাওয়া; সবমিলিয়ে সাকিবের ক্রিকেটের আগামী দিনের ভবিষ্যৎ অন্ধকারই মনে করছেন সুজন। তিনি বলেন, ‘আমি মনে করি না সে আর খেলতে পারবে। তবে সে দেশে ফিরবে কোনো এক দিন, এটা নিশ্চয়ই হবে। তবে আমার মনে হয় না সে আর খেলতে পারবে।’

এমআই