
‘নাইম মুরব্বি..মুরব্বি, শরীফুল স্টাইলিশ’
খেলা ডেস্ক
২১ জানুয়ারি ২০২৫, ২৩:০৮
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দারুণ সময় কাটাচ্ছেন কানাডিয়ান মডেল ইয়েশা সাগর। চিটাগং কিংসের হোস্ট হিসেবে নিয়োগ পাওয়া এই মডেল ইতোমধ্যেই জনমনে জায়গা করে নিয়েছেন। উপস্থাপনার পাশাপাশি পোশাক-পরিচ্ছেদে বেশ নজর কাড়ছেন ভারতীয় বংশোদ্ভূত এই কানাডিয়ান। ওয়েস্টার্নের পাশাপাশি পরছেন দেশি পোশাক। বরিশালের বিপক্ষে শাড়িও পরতে দেখা গেছে এ মডেলকে।
শুধু বিপিএলে নয়; নেপাল প্রিমিয়ার লিগ, কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্টেও হোস্ট হিসেবে কাজ করেছেন এই তারকা। এ ছাড়া পাঞ্জাবের মিউজিক ইন্ডাস্ট্রিতেও কাজের অভিজ্ঞতা রয়েছে ইয়েশার। ইতোমধ্যে ৩০টি মিউজিক ভিডিও এবং শর্ট ফিল্মে অভিনয় করেছেন তিনি। মডেল-অভিনেত্রী ছাড়াও ফিটনেস ইনফ্লুয়েন্সার হিসেবে পরিচয় রয়েছে তাঁর।

কর্মযজ্ঞের নানার ক্ষেত্রে অভিজ্ঞতা রাখা এ মডেল এবার সাক্ষাৎকার দিয়েছেন বিসিবির ফেসবুক পেইজে। ৪১ সেকেন্ডের এই সাক্ষাৎকারে ইয়েশা চট্টগ্রামের মানুষ এবং নিজের দল নিয়ে কথা বলেছেন।
ইয়েশা বলেন, ‘চট্টগ্রামের মানুষ খুবই দারুণ। ঘরের মাটিতে তাঁরা আমাকে যেভাবে স্বাগত জানিয়েছে এবং আতিথিয়েতা দিয়েছে, তাতে আমি খুব উৎফুল্ল এবং কৃতজ্ঞ।’ দল হিসেবে চিটাগং কিংসকে কেন বেছে নিয়েছেন এমন প্রশ্নের উত্তরে ইয়েশা বলেন, ‘আমি সমুদ্র সৈকত খুব পছন্দ করি। চট্টগ্রামে সেটা আছে। এ কারণে চট্টগ্রামকে বেশি ভালোবাসি।’
কানাডিয়ান এই মডেলের কাছে চিটাগং কিংসের খেলোয়াড়দের সম্পর্কেও জানতে চাওয়া হয়। বন্দরনগরীর পাঁচ খেলোয়াড়কে এক শব্দে বিশেষায়িত করেন তিনি। এদের মধ্যে শামীমকে ‘লাজুক’, মিথুনকে ‘ক্যাপ্টেন কুল’, খালেদকে ‘বুলেট’, শরীফুলকে ‘স্টাইলিশ’ এবং নাইম ইসলামকে ‘মুরব্বি..মুরব্বি’ উপাধি দেন তিনি।
এমআই