Advertisement
Us Bangla Airlines
বাংলার বাঘের অপেক্ষায় বাবর আজমের দল

বাংলার বাঘের অপেক্ষায় বাবর আজমের দল

খেলা ডেস্ক

২২ জানুয়ারি ২০২৫, ২৩:২৯

জাতীয় দলের জার্সিতে এখনো টি-টোয়েন্টিতে খেলেননি নাহিদ রানা। এর মাঝেই ডাক পেয়েছেন বিদেশি টুর্নামেন্টে। পাকিস্তানের সাথে টেস্ট ম্যাচে তাক লাগিয়ে আসা নাহিদকে দলে টেনেছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি পেশোয়ার জালমি। যে দলে দীর্ঘদিন ধরে খেলছেন পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম। এমনকি অধিনায়কত্বও করেছেন তিনি।

পিএসএল শুরু হওয়ার লম্বা সময় বাকি। টুর্নামেন্টটির ড্রাফটের পর এর মাঝেই শুরু হয়েছে প্রচারণা। নাহিদ রানাকে নিয়েও সামাজিক মাধ্যমে প্রচারণা শুরু করেছে পেশোয়ার জালমি। প্রচারণাটাও বেশ আকর্ষণীয়। পেশোয়ার নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে গত রাতে নাহিদের একটি ছবি পোস্ট করেছে। বাংলাদেশি পেসারের ডানপাশ, বাঁপাশ-দুই পাশেই দেখা গেছে বাঘ ছবি। নাহিদের পরনে ছিল পেশোয়ার জালমির জার্সি।

শোয়েব আখতার থেকে শেখার অপেক্ষায় নাহিদ রানা 

ছবিটা দেখে মনে হচ্ছে, গতিতে প্রতিপক্ষকে ভড়কে দেওয়ার চ্যালেঞ্জ জানাচ্ছেন বাংলাদেশের পেসার। ক্যাপশনটাও দিয়েছে ছবির সঙ্গে মিল রেখে। ক্যাপশন দিয়েছে, ‘আমাদের বাংলার বাঘ নাহিদ রানা পাকিস্তান সুপার লিগের দশম মৌসুমে গর্জন করতে প্রস্তুত।’ বাংলাদেশ সময় গতকাল ৮টা ২৮ মিনিটে নাহিদকে নিয়ে পোস্ট দেওয়ার পর বেশ সাড়াও মিলেছে। 

পিএসএল নাহিদের কাছে প্রথম বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ। ১৩ জানুয়ারি পিএসএলে দল পাওয়ার পর রংপুর রাইডার্সের ফেসবুক পেজে প্রচারিত এক ভিডিওতে নিজের অনুভূতির কথা শুনিয়েছেন। ভিডিওতে কথা বলার সময় সতীর্থ ও দলের লোকেরা ‘জালমি ভাই’ বলেছেন বারবার। বাংলাদেশের এই তরুণ পেসার শোয়েব আখতারের সঙ্গে দেখা করার ইচ্ছাও প্রকাশ করেছিলেন।

নাহিদ ছাড়া পিএসএলের ড্রাফট থেকে দল পেয়েছেন আরও দুই বাংলাদেশি। লাহোর কালান্দার্স নিয়েছে রিশাদ হোসেনকে। লিটন দাসকে নিয়েছে করাচি কিংস। ড্রাফটে সিলভার ক্যাটাগরিতে ছিলেন এই দুই ক্রিকেটার। 

এমআই